Categories: Mobiles

বড় ডিসপ্লে সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, গ্লোবাল মার্কেটে এন্ট্রি নিল Huawei Nova Y71

Huawei আজ (৬ই জুলাই) গ্লোবাল মার্কেটে তাদের একটি লেটেস্ট স্মার্টফোন Nova Y71 লঞ্চ করলো। এটি মিড-রেঞ্জের অধীনে এসেছে এবং একাধিক অ্যাডভান্স ফিচার অফার করে। Huawei Nova Y71 মডেলে – HD+ রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে প্যানেল, ৪৮ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৬,০০০ এএমএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া ডিভাইসটিতে গ্র্যাভিটি সেন্সর এবং কম্পাসের মতো সেন্সর বিকল্পও বিদ্যমান রয়েছে। চলুন নতুন Huawei Nova Y71 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক…

Huawei Nova Y71 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

সদ্য লঞ্চের মুখ দেখা হুয়াওয়ে নোভা ওয়াই৭১ স্মার্টফোনে রয়েছে ৬.৭৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) TFT LCD ডিসপ্লে প্যানেল। অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে ইএমইউআই ১২ (EMUI 12) কাস্টম ইউজার ইন্টারফেস স্কিন প্রি-লোডেড থাকছে। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। সংস্থার তরফ থেকে এখনো আলোচ্য ফোনে ব্যবহৃত প্রসেসর সম্পর্কে জানানো হয়নি।

ছবি তোলার জন্য নয়া Huawei Nova Y71 ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলো হল – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার্থে এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর সিকিউরিটির জন্য হুয়াওয়ে ব্র্যান্ডের এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে Huawei Nova Y71 স্মার্টফোনে সামিল রয়েছে – ডুয়াল ৪জি সিম স্লট, ওটাই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক। আবার গ্র্যাভিটি সেন্সর এবং কম্পাসের মতো সেন্সরও রয়েছে এই হ্যান্ডসেটে। পরিশেষে নোভা ওয়াই৭১-সিরিজের এই লেটেস্ট স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২২.৫ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে।

Huawei Nova Y71 স্মার্টফোনের দাম

হুয়াওয়ে নোভা ওয়াই৭১ স্মার্টফোনকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম ৪,৯৯৯ ZAR (ভারতীয় মূল্য প্রায় ২১,৯০০ টাকা) ধার্য করা হয়েছে। এটি – গোল্ড এবং ব্ল্যাক কালার বিকল্পে এসেছে।

লভ্যতার কথা বললে, আলোচ্য স্মার্টফোনটি বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বিক্রয়ের জন্য উপলব্ধ। তবে সংস্থার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে শীঘ্রই অন্যান্য দেশীয় বাজারে Huawei Nova Y71 -কে লঞ্চ করা হবে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

34 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

43 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

54 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago