ব্যাটারির চিন্তা না করেই যত খুশি গেম খেলুন বা ভিডিয়ো দেখুন, Huawei এর নতুন ফোনে চমক

হুয়াওয়ে চুপিসারে বিশ্ববাজারে তাদের Nova-সিরিজের অধীনে নতুন Huawei Nova Y91 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই নয়া হ্যান্ডসেটের প্রধান হাইলাইট হল বড় আকারের ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে এবং…

হুয়াওয়ে চুপিসারে বিশ্ববাজারে তাদের Nova-সিরিজের অধীনে নতুন Huawei Nova Y91 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই নয়া হ্যান্ডসেটের প্রধান হাইলাইট হল বড় আকারের ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে এবং বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি Qualcomm Snapdragon 680 চিপসেট এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ অফার করে। আসুন তাহলে Huawei Nova Y91-এর স্পেসিফিকেশন, ফিচার ও দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Huawei Nova Y91-এর স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে নোভা ওয়াই৯১-এ বিশাল ৬.৯৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে যা ২,৩৭৬ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, এ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। নোভা ওয়াই৯১ সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে নোভা ওয়াই৯১-এর রিয়ার প্যানেলে উপলব্ধ বৃত্তাকার আকৃতির ক্যামেরা মডিউলটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, নোভা ওয়াই৯১-এ ৭,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

এছাড়া, Huawei Nova Y91 ইএমইউ ১৩ (EMU 13) অপারেটিং সিস্টেমে রান করে। এটি ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০১.এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি ইউএসবি-সি পোর্ট অফার করে৷ নিরাপত্তার জন্য, Nova Y91-এ একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। অবশেষে, ফোনটির পরিমাপ ১৭১.৬ x ৭৯.৯ x ৮.৯ মিলিমিটার এবং ওজন ২১৪ গ্রাম।

Huawei Nova Y91-এর মূল্য এবং লভ্যতা

এখনও Huawei Nova Y91-এর দাম বা উপলব্ধতা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে ফোনটি স্টারি ব্ল্যাক এবং মুনলাইট সিলভার কালার অপশনে বিক্রি হবে।