Huawei P60 Series: ক্যামেরায় এক নম্বর, হুয়াওয়ের নয়া স্মার্টফোন বাজারে কাঁপাতে হাজির

অপেক্ষা করছিলেন অনুরাগীরা। তাদের ধৈর্যের পরীক্ষা আর না নিয়ে অবশেষে আজ তিন তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল Huawei। সংস্থার তরফে P60, P60 Pro এবং P60 Art নামে তিনটি মোবাইল প্রকাশ্যে আনা হয়েছে। সবকটি মডেলই প্রিমিয়াম স্পেসিফিকেশনের সঙ্গে এসেছে। Huawei P60 সিরিজের অন্যতম বিশেষত্ব ক্যামেরা, যা অনন্য ফটোগ্রাফি পারফরম্যান্স উপহার দেবে বলে দাবি করা হয়েছে৷ চলুন হুয়াওয়ের নতুন ফোনগুলির সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Huawei P60 সিরিজের ডিজাইন

ডিজাইনের দিক থেকে, হুয়াওয়ে-এর লেটেস্ট পি৬০ সিরিজের স্ট্যান্ডার্ড পি৬০ এবং উচ্চতর পি৬০ প্রো মডেল দুটি মূলত অভিন্ন যদিও প্রো ভ্যারিয়েন্টটি সামান্য ভারী। ফোনগুলি সামনে থেকে আর পাঁচটা হ্যান্ডসেটের মতো হলেও, তবে এগুলির রিয়ার ডিজাইনটি বেশ অভিনব। এই মডেলগুলির রিয়ার ক্যামেরা মডিউলে তিনটি ক্যামেরা সেন্সর উলম্বভাবে সজ্জিত, তার মধ্যে দুটি সহায়ক সেন্সরের মধ্যবর্তী স্থানে বড় প্রাইমারি সেন্সরটি বর্তমান।

বিল্ড কোয়ালিটিও বেশ মজবুতও। সুরক্ষার জন্য কুনলান গ্লাস (Kunlun Glass) জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং বর্তমান। স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের পাশাপাশি, হুয়াওয়ে পি৬০ আর্ট নামে আরেকটি ফোন লঞ্চ হয়েছে, যার ক্যামেরা মডিউলটি সামান্য ভিন্ন ডিজাইনের।

Huawei P60 সিরিজের স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

Huawei P60, P60 Pro এবং P60 Art-এ একই ডিসপ্লে রয়েছে। এগুলি লম্বা ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) কার্ভড প্যানেলের সাথে এসেছে, যা হাই ডাইনামিক ফটো এবং ভিডিও সাপোর্ট করে। এছাড়াও, স্ক্রিনটি এলটিপিও (LTPO) অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা ১ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তিত হতে পারে। এই সিরিজে হুয়াওয়ের এক্স-ট্রু ইমারসিভ ডিসপ্লে প্রযুক্তির সাথে টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) সার্টিফিকেশনও রয়েছে। ডিভাইসগুলি ৯৩.১ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে।

পারফরম্যান্সের জন্য, স্ট্যান্ডার্ড Huawei P60 মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এই চিপসেটটি শুধুমাত্র ৪জি সংযোগ সাপোর্ট করে। তবে, হাই-এন্ড P60 Pro এবং P60 Art-এ তুলনামূলকভাবে নতুন স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর চিপসেট থাকলেও, ৫জি সাপোর্ট অনুপস্থিত। P60 মডেলটি ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পে উপলব্ধ, যেখানে P60 Pro শুধুমাত্র ২৫৬ জিবি এবং ৫১২ জিবি সংস্করণ অফার করে। অন্যদিকে P60 Art-এ ৫১২ জিবি এবং ১ টেরাবাইট স্টোরেজ পাওয়া যায়।

Huawei P সিরিজের নতুন স্মার্টফোনগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ক্যামেরা সেটআপ। বেস P60-এ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যা ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর নিয়ে গঠিত, যাতে একটি আরওয়াইওয়াইবি (RYYB) পিক্সেল লেআউট, এফ/১.৪-৪.০ ভ্যারিয়েবেল অ্যাপারচার লেন্স এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট রয়েছে।

প্রাথমিক সেন্সরের পাশাপাশি, ডিভাইসটিতে একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, যাতে একটি আরওয়াইওয়াইবি সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার রয়েছে। তৃতীয় সেন্সরটি একটি ১২ মেগাপিক্সেলের আরওয়াইওয়াইবি সেন্সর যাতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ৫x অপটিক্যাল জুম রয়েছে।

এদিকে, P60 Pro-এর প্রথম দুটি সেন্সর মূলত স্ট্যান্ডার্ড মডেলের থেকে অভিন্ন, কিন্তু প্রধান পার্থক্য হল এর জুম লেন্সে। প্রো মডেলটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের এবং বড় অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স রয়েছে। আর Huawei P60 Art ভ্যারিয়েন্টে প্রো মডেলের মতো একই প্রাইমারি সেন্সর এবং পেরিস্কোপ জুম লেন্স রয়েছে, তবে এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটি একটি উচ্চতর ৪০ মেগাপিক্সেল রেজোলিউশনের ক্যামেরা।

Huawei P60 সিরিজের সব কটি মডেলের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, বেস এবং Pro মডেলটি ৪,৮১৫ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৮৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যেখানে Art সংস্করণে একই চার্জিং সাপোর্ট সহ বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Huawei P60 সিরিজের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, নতুন দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট কমিউনিকেশন যা দ্বিমুখী এসএমএস (SMS)-এর অনুমতি দেয়। এর সাহায্যে ব্যবহারকারীরা শুধুমাত্র বার্তা গ্রহণ করতে পারবেন না, তার সাথে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে সেগুলি এসএমএসের হিসাবেও পাঠাতে পারবেন। Huawei P50 লাইনআপের তিনটি মডেলই কোম্পানির হারমনিওএস ৩.১ (HarmonyOS 3.1) অপারেটিং সিস্টেমে রান করে।

Huawei P60 সিরিজের মূল্য এবং লভ্যতা

Huawei P60 এবং P60 Pro-এর জন্য প্রি-অর্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যেগুলি ৩০ মার্চ থেকে সরবরাহ করা হবে। এদিকে, P60 Pro Art আগামী ৭ এপ্রিল বাজারে উপলব্ধ হবে। আসুন এই তিনটি হ্যান্ডসেটের সকল ভ্যারিয়েন্টের দামগুলি দেখে নেওয়া যাক।

Huawei P60

১২৮ জিবি – ৪,৪৮৮ ইউয়ান (প্রায় ৫৪,০০০ টাকা)

২৫৬ জিবি – ৪,৯৮৮ ইউয়ান (প্রায় ৬০,০০০ টাকা)

৫১২ জিবি – ৫,৯৮৮ ইউয়ান (প্রায় ৭২,০৫০ টাকা)

Huawei P60 Pro

২৫৬ জিবি – ৬,৯৮৮ ইউয়ান (প্রায় ৮৪,১০০ টাকা)

৫১২ জিবি – ৭,৯৮৮ ইউয়ান (প্রায় ৯৬,০৫০ টাকা)

Huawei P60 Art

৫১২ জিবি – ৮,৯৮৮ ইউয়ান (প্রায় ১,০৮,১৩৫ টাকা)

১ টিবি – ১০,৯৮৮ ইউয়ান (প্রায় ১,৩২,১৬৫ টাকা)

Huawei P60-এর বেস এবং Pro মডেলগুলি ব্ল্যাক, এমারেল্ড, পার্পল এবং মার্বেল হোয়াইট নামে চারটি কালার অপশনে বেছে নেওয়া যাবে, যেখানে Art মডেলটি ব্লু সি এবং কুইকস্যান্ড গোল্ড ভ্যারিয়েন্টে মিলবে।

Huawei P60, Huawei P60 Pro and Huawei P60 Art Specifications

  • RAM: 8 GB
  • Memory: 128 GB
  • Processor: Qualcomm Snapdragon 8+ Gen 1
  • Display: 6.67-inch LTPO AMOLED, 2,700 x 1,220-pixel resolution, 120 Hz Refresh Rate
  • Rear Camera: 48-megapixel + 13-megapixel + 12-megapixel
  • Front Camera: 13-megapixel
  • Battery: 5100 mAh