এমন ক্যামেরা যা স্মার্টফোনে আগে দেখা যায়নি, কার্যত আলোড়ন সৃষ্টি করতে চলেছে Huawei

হুয়াওয়ে তাদের P60 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর এখন আসন্ন Huawei P60 Pro-এর একটি ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে, যা এর ডিজাইনটি প্রদর্শন করেছে। এই ফোনে কার্ভড এজ এবং একটি মনোযোগ আকর্ষণকারী পেরিস্কোপ ক্যামেরা সহ একটি আকর্ষণীয় স্ক্রিন থাকবে বলে অনুমান করা হচ্ছে। যদি, এই ফাঁস হওয়া তথ্যগুলি শেষ পর্যন্ত নির্ভুল হয় এবং Huawei P60 Pro প্রতিযোগিতামূলক বাজারের জন্য উপযুক্ত এমন একটি ডিজাইন অফার করে, তাহলে এটি কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ হয়ে উঠবে। যদিও, Huawei P60 সিরিজটির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে, নতুন রেন্ডারটি থেকে বেশ কিছু তথ্য সামনে এসেছে, আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Huawei P60 Pro-এর ডিজাইন

নতুন হুয়াওয়ে পি৬০ প্রো-এর প্রোটোটাইপের ডিজাইনার হোইলএনডিআই ডিভাইসটির আপগ্রেড করা ক্যামেরা সিস্টেমটি কেমন হবে তা প্রদর্শন করেছে। এটির মাঝখানে একটি বড় রিং এবং একটি উল্লম্ব, আয়তক্ষেত্রাকার ক্যামেরা থাকবে। এর প্রধান ক্যামেরা সেন্সরটি মডিউলের কেন্দ্রে অবস্থান করবে। হুয়াওয়ের আসন্ন পি-সিরিজের প্রো মডেলগুলির অন্যতম প্রধান হাইলাইট হতে পারে একটি পেরিস্কোপ ক্যামেরা যা একটি ছোট ওপেনিংয়ের মধ্যে অবস্থান করবে। এছাড়াও, ক্যামেরা সিস্টেমে একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে৷ রেন্ডারগুলিতে এক্সএমএজিই (XMAGE) লোগো দেখা গেছে, যদিও ব্র্যান্ডটি পূর্ববর্তী মেট ৫০ প্রো মডেলে এটি ব্যবহার করেনি৷

অন্যদিকে, হুয়াওয়ে পি৬০ প্রো-এর সামনে কার্ভড এজ এবং কোণে সামান্য বেজেল সহ একটি ডিসপ্লে অবস্থান করবে। এটি পূর্বের ফাঁসের ওপর ভিত্তি করলেও, ব্র্যান্ডের পরবর্তী মোবাইলটি দেখতে কেমন হবে সেসম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রে এটি একটি ভালো ইমেজ বলে ধরে নেওয়া যায়। কিন্তু কোম্পানির তরফ থেকে নিশ্চিত না করা পর্যন্ত এটিকে সম্পূর্ণভাবে সঠিক বলা যাবে না।

জানিয়ে রাখি, Huawei P60 Pro প্রিমিয়াম লুকের পাশপাশি কিছু ফ্ল্যাগশিপ গ্রেডের স্পেসিফিকেশনও অফার করবে বলে জানা গেছে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় ৬.৬ ইঞ্চির স্ক্রিন থাকবে। উন্নত পারফরম্যান্সের জন্য, ডিভাইসটি ১২ জিবি এলপিডিডিআর ৪এস র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ হাই-এন্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, P60 Pro-তে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ফোনটি জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং অফার করবে। Huawei P60 Pro আগামী মার্চ মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।