কম বাজেটে নতুন ফোল্ডেবল স্মার্টফোন আনল Huawei, মিলবে চোখ ধাঁধানো ডিজাইন

সাম্প্রতিক বছরগুলিতে ফোল্ডেবল স্মার্টফোন প্রচুর মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। তবে এই বিশেষ ডিজাইনের হ্যান্ডসেটগুলি যেহেতু প্রিমিয়াম রেঞ্জে বাজারে আসে, ফলে ইচ্ছে থাকলেও দামের কারণে এগুলি চট করে কেনা যায়না। সেক্ষেত্রে যারা কম দামে ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য আজ রয়েছে একটি দারুণ সুখবর! আসলে পরিচিত টেক ব্র্যান্ড Huawei আজ তার নতুন ফোল্ডেবল ফোন হিসেবে Huawei Pocket S লঞ্চ করেছে। এটি, গত বছরে লঞ্চ হওয়া P50 Pocket-এর তুলনায় স্ট্রাইপ-ডাউন স্পেসিফিকেশনসহ এসেছে যাতে স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, হাই রেজোলিউশন, ফাস্ট চার্জিং সাপোর্টের মত নানাবিধ আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে। আসুন এখন নতুন Huawei Pocket S ফোল্ডেবল স্মার্টফোনের স্পেসিফিকেশন, দাম এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Huawei Pocket S স্মার্টফোনের স্পেসিফিকেশন

সদ্য বাজারে পা রাখা হুয়াওয়ে পকেট এস হ্যান্ডসেটে রয়েছে ৬.৯ ইঞ্চি ফোল্ডেবল ওএলইডি ডিসপ্লে যার রেজোলিউশন ২,৭৯০×১,১৮৮ পিক্সেল। এই প্রাইমারী ডিসপ্লেটি ১০ বিট কালার এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এক্ষেত্রে ফোনটির ব্যাক প্যানেলে থাকবে ১.০৪ ইঞ্চি সেকেন্ডারি/কভার ডিসপ্লে রয়েছে। এদিকে এই হুয়াওয়ে ফোল্ডেবল স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের সাহায্যে চলবে, যার মধ্যে ইউজাররা পাবেন ৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। একইভাবে এতে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার সফ্টওয়্যার হিসেবে মিলবে হারমনি ওএস ৩।

উল্লেখ্য, ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে পকেট এসে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার মধ্যে ৪০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বিদ্যমান। আবার সেলফি তোলা বা ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে ১০.৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যান্য ফিচারের কথা বললে, এটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। এছাড়া পকেট এস সেগমেন্টের প্রথম ফোল্ডেবল ফোন যা মাল্টি-ফাংশনাল লিঙ্কেজ লিফটিং ওয়াটার ড্রপ হিঞ্জ অফার করবে।

Huawei Pocket S স্মার্টফোনের দাম, উপলভ্যতা

হুয়াওয়ে পকেট এস স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৫,৯৮৮ ইউয়ান (প্রায় ৬৮,০০০ টাকা) থেকে, এটি ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। এক্ষেত্রে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৪৮৮ ইউয়ান (প্রায় ৭৩,৭০০ টাকা), যেখানে ৫১২ জিবি মডেলটি ৭,৪৮৮ ইউয়ানের (প্রায় ৮৫,০০০ টাকা) বিনিময়ে কেনা যাবে। বলে রাখি, আগ্রহীরা এই ফোল্ডেবল ফোনটি অবসিডিয়ান ব্ল্যাক, ফ্রস্ট সিলভার, মিন্ট গ্রিন, সাকুরা পিঙ্ক, প্রিমরোজ গোল্ড এবং আইস ক্রিস্টাল ব্লু রঙে কিনতে পারবেন হয়েছে। এটি আজ থেকে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং ১০ই নভেম্বর থেকে সেখানে এর বিক্রি শুরু হবে। আশা করা যায়, ভারতেও এটিকে খুব শীঘ্রই চালু করা হবে।