সুখবর, MIUI 13 লঞ্চ হতে পারে 28 ডিসেম্বর, প্রথম আপডেট আসতে পারে Mi 11 ও Redmi K40 সিরিজের ফোনে

চীনা স্মার্টফোন সংস্থা Xiaomi- এর নতুন কাস্টম ওএস, MIUI 13 কবে লঞ্চ হবে তা নিয়ে জল্পনা চলছেই। কাস্টম স্কিনটি নিয়ে বিভিন্ন রিপোর্টে নানা তথ্য সামনে এসেছে। তবে এখনও অবধি অধিকাংশ তথ্যই ভুল প্রমাণিত হয়েছে। যেমন একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছিল, সংস্থার তরফে আগামী ১৬ ডিসেম্বর একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করা হবে, আর সেই ইভেন্টেই লঞ্চ হবে MIUI 13 কাস্টম স্কিনটি। তবে Xiaomi এরকম কোনও ইভেন্টের ঘোষণা করেনি ওই তারিখে। ফলে ধরেই নেওয়া যাচ্ছে আগামী ১৬ ডিসেম্বর লঞ্চ হবে না MIUI 13। এখন আবার আরও একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে নতুন করে দাবি করা হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর জনসমক্ষে আসবে সংস্থার এই লেটেস্ট কাস্টম ওএসটি।

MIUI 13 লঞ্চ হতে পারে আগামী ২৮ ডিসেম্বর

শাওমিইউআই (Xiaomiui) -এর রিপোর্টে এমআইইউআই ১৩ কাস্টম ওএস-এর লঞ্চের নতুন তারিখটি প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে দাবি করা হয়েছে, ২৮ ডিসেম্বর লঞ্চ হবে এটি এবং লঞ্চের পর Mi 11 ও Redmi K40 সিরিজের ফোনগুলির জন্য সর্বপ্রথম এই কাস্টম ওএস-এর আপডেট রোল আউট করা হবে।

যদিও শাওমির তরফে এখনও MIUI 13 লঞ্চ করার জন্য কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। রিপোর্টে দাবি করা তারিখটিকেও সম্পূর্ণ সঠিক বলা যায় না। তবে ২৮ ডিসেম্বর দিনটিকেই সম্ভাব্য লঞ্চের তারিখ বলেই অনুমান করা হচ্ছে, কেননা এই দিনের গতবছর জনসমক্ষে আসে MIUI 13 -এর পূর্বসূরি MIUI 12.5 ইউজার ইন্টারফেসটি।

রিপোর্টে আরও জানানো হয়েছে, প্রত্যাশিত লঞ্চের দিনটিতেই MIUI 13 ইউজার ইন্টারফেসটির স্টেবল এবং বেটা – দুটি বিল্ডই প্রকাশ্যে আসবে, MIUI 11 লঞ্চের সময় যা শেষ দেখা গিয়েছিল। উল্লেখ্য, শাওমি মাসখানেক ধরে তাদের কয়েকটি সাম্প্রতিক হাই-এন্ড স্মার্টফোনের ওপর MIUI 13 কাস্টম ওএস- এর স্টেবল বিল্ডটি পরীক্ষা করছিল। তাই ধারণা করা হচ্ছে এটি সকল ডিভাইসের জন্য শীঘ্রই রোল আউট করা শুরু হবে।

শাওমিইউআইয়ের তরফে শাওমির সার্ভার থেকেও কিছু ডেটা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে জানা যাচ্ছে MIUI 13 V13.0.1.0 ইতিমধ্যেই Mi 11 এবং Redmi K40 সিরিজের জন্য প্রস্তুত হয়ে গেছে এবং একই ভার্সন নম্বর সহ এই বিল্ডগুলি সম্ভবত ২৮ ডিসেম্বর প্রকাশ্যে আসবে।

শাওমিইউআইয়ের রিপোর্ট অনুযায়ী, যে সমস্ত ডিভাইসগুলি ২৮ ডিসেম্বর MIUI 13 স্টেবলের আপডেট পেতে পারে সেগুলি হল – Xiaomi Mi 11 Ultra, Mi 11, Redmi K40 Pro এবং Redmi K40 Pro+। এছাড়া Xiaomi Mi 10S, Mi 11 Lite 5G, Mi MIX 4, Redmi K40, Redmi K40 Gaming, এবং Redmi Note 10 Pro 5G-এর মতো ফোনগুলিও সেই দিনেই আপডেট পেতে পারে। এই তথ্যগুলির সত্যতা কতটা তা সময়ই বলবে।