বাজার কাঁপিয়ে হাজির Huawei Pura 70 ও Pura 70 Pro স্মার্টফোন, দুর্ধর্ষ ক্যামেরা সহ রয়েছে 100W চার্জিং

হুয়াওয়ে (Huawei) কিছুদিন আগেই জানিয়েছিল যে, তারা তাদের দীর্ঘদিনের ফ্ল্যাগশিপ P-সিরিজটিকে “Pura” নামে রিব্র্যান্ড করবে। আর এখন প্রত্যাশামতোই নতুন ব্র্যান্ডিংয়ের অধীনে Huawei Pura 70 সিরিজটি…

হুয়াওয়ে (Huawei) কিছুদিন আগেই জানিয়েছিল যে, তারা তাদের দীর্ঘদিনের ফ্ল্যাগশিপ P-সিরিজটিকে “Pura” নামে রিব্র্যান্ড করবে। আর এখন প্রত্যাশামতোই নতুন ব্র্যান্ডিংয়ের অধীনে Huawei Pura 70 সিরিজটি চীনা বাজারে পা রেখেছে। এই লাইনআপটিতে মোট চারটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে – Huawei Pura 70, Pura 70 Pro, Pura 70 Pro Plus এবং Huawei Pura 70 Ultra। আসুন তাহলে নবাগত Pura 70 সিরিজের স্ট্যান্ডার্ড এবং Pro মডেলটির স্পেসিফিকেশন, উপলব্ধতা এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Huawei Pura 70 Pro এবং Pura 70-এর স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে পিউরা 70 প্রো-এ 2,844 x 1,260 রেজোলিউশন সহ 6.8 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এই প্যানেলটি 1-120 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, 1,440 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং এবং 2,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য, ফোনটিতে দ্বিতীয় প্রজন্মের কুনলুন গ্লাস ব্যবহার করা হয়েছে, যা 100% ড্রপ রেজিস্ট্যান্স ক্ষমতাকে উন্নত করে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড পিউরা 70-এ 2,760 x 1,256 রেজোলিউশন সহ সামান্য ছোট 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতেও দ্বিতীয় প্রজন্মের কুনলুন গ্লাসের সুরক্ষা মিলবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, হুয়াওয়ে পিউরা 70 প্রো সদ্য উন্মোচিত কিরিন 9010 চিপসেট দ্বারা চালিত হলেও, হুয়াওয়ে পিউরা 70-এ কিরিন 9000এস-এর একটি আন্ডারক্লকড সংস্করণ রয়েছে, যাকে কিরিন 9000এস1 বলা হয়। সিরিজটি হারমনিওএস 4.2 অপারেটিং সিস্টেমে চলে। নতুন কিরিন 9010 চিপসেটে 2.30 গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি বড় কোর, 2.18 গিগাহার্টজে কাজ করা ছয়টি মাঝারি কোর এবং 1.55 গিগাহার্টজ গতির চারটি ছোট কোর অন্তর্ভুক্ত রয়েছে। গ্রাফিক্সের জন্য, এটি তার পূর্বসূরির মতো একই মালেয়ুন 910 জিপিইউ-এর যুক্ত।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Huawei Pura 70 Pro 100 ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 5,050 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি 20 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। অন্যদিকে, বেস Pura 70 মডেলে 4,900 এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি 66 ওয়াট ওয়্যার্ড, 50 ওয়াট ওয়্যারলেস এবং 7.5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। উভয় ফোনই স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করে। ফলে মোবাইল নেটওয়ার্ক নেই এমন জায়গা থেকেও ইউজাররা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যেকোনও স্থানে যোগাযোগ স্থাপন করতে পারবেন।

ক্যামেরার ক্ষেত্রে, Huawei Pura 70 Pro-এর ক্যামেরা সেটআপের মধ্যে এফ/1.4-এফ/4.0-এর পরিবর্তনশীল অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের 1/1.3 ইঞ্চি প্রাইমারি সেন্সর উপস্থিত রয়েছে। এর সাথে 35x সুপার ম্যাক্রো এবং এফ/2.1 অ্যাপারচার সহ একটি 48 মেগাপিক্সেলের ম্যাক্রো টেলিফটো লেন্স যুক্ত রয়েছে। ফোনে থাকা অত্যাধুনিক এক্সডি মোশন ইঞ্জিনটি দ্রুত চলমান বিষয়বস্তুগুলি ক্যাপচার করতে সাহায্য করে। ম্যাক্রো ক্যামেরা 5 সেন্টিমিটারের কাছাকাছি ফোকাস করতে পারে। এছাড়াও, ক্যামরা সেটআপের মধ্যে এফ/2.2 অ্যাপারচার সহ একটি 12.5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা বিদ্যমান।

অন্যদিকে, Huawei Pura 70-এর ক্যামেরা সিস্টেমে এফ/1.4-এফ/4.0-এর ভেরিয়েবল অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং এফ/2.2 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত রয়েছে।

Huawei Pura 70 Pro এবং Pura 70-এর মূল্য এবং লভ্যতা

Huawei Pura 70 তিনটি আলাদা স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে – 12 জিবি + 256 জিবি, 12 জিবি + 512 জিবি এবং 12 জিবি +1 টিবি। এগুলির দাম যথাক্রমে 5,499 ইউয়ান (প্রায় 63,500 টাকা), 5,999 ইউয়ান (প্রায় 70,585 টাকা), এবং 6,999 ইউয়ান (প্রায় 80,800 টাকা)।

অন্যদিকে, Huawei Pura 70 Pro-ও তিনটি ভিন্ন স্টোরেজ অপশনে বাজারে এসেছে – 12 জিবি + 256 জিবি, 12 জিবি + 512 জিবি এবং 12 জিবি + 1 টিবি। এগুলির দাম প্রায় 6,499 ইউয়ান (প্রায় 76,470 টাকা), 6,999 ইউয়ান (প্রায় 80,800 টাকা) এবং 7,999 ইউয়ান (প্রায় 92,325 টাকা)। Huawei Pura 70 সিরিজটি চীনে উপলব্ধ হলেও, গ্লোবাল লঞ্চের সম্ভাবনা কম।