Categories: Mobiles

Made in India: ভারতে বিক্রি হওয়া 99.2 শতাংশ ফোন তৈরি হয় দেশেই, নয়া রেকর্ড মোদী সরকারের

ভারতীয় মোবাইল ইন্ডাস্ট্রি বর্তমানে ব্যাপক ফুলেফেঁপে উঠেছে। আর এতটাই দ্রুততার সাথে দেশীয় স্মার্টফোনের বাজার সফলতার চূড়ো ছুঁচ্ছে যে, মাত্র এক দশকের মধ্যে এদেশে হ্যান্ডসেট বিক্রির পরিসংখ্যান ২০ গুন বৃদ্ধি পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বিক্রি হওয়া ডিভাইসগুলি আমদানিকৃত নয়, বরং বেশিরভাগ স্থানীয়ভাবে তৈরি। এই দাবি আমাদের নয়! আইটি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সম্প্রতি স্বয়ং এই কথা X হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করেছে। মূলত বর্তমানে একাধিক নামিদামি টেক ব্র্যান্ডগুলি ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন তৈরি করায় এমনটা সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। সর্বোপরি স্থানীয়ভাবে ডিভাইস নির্মাণের কারণে, চাকরিতে এবং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ উভয়ই উর্দ্ধমুখী হয়েছে৷

আজ থেকে নয়-দশ বছর আগেও অর্থাৎ ২০১৪-২০১৫ সালে ভারতে ১৮,৯০০ কোটি টাকা মূল্যের স্মার্টফোন উৎপাদন করা হয়েছিল। কিন্তু ২০২২-২০২৩ সালের মধ্যে বিনিয়োগের পরিমাণ একলাফে বেড়ে ৩,৫০,০০০ কোটি টাকা হয়ে গেছে। অর্থাৎ প্রায় ১৮ গুন বৃদ্ধি পেয়েছে। একটি সাম্প্রতিক X পোস্টে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ২০১৪ সালে ভারতীয় বাজারে বিক্রি হওয়া স্মার্টফোনগুলির ৭৮% অন্যদেশ থেকে আমদানি করা হয়েছিল। কিন্তু অবাক করার বিষয়, ২০২৩ সালে এদেশে বিক্রি হওয়া মোট পরিমাণ মোবাইল ইউনিটের ৯৯.২% ‘মেড ইন ইন্ডিয়া’ ছিল অর্থাৎ দেশীয়ভাবে নির্মিত।

ভারতের কেন্দ্রীয় সরকার বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রির উন্নয়নের দিকে অধিক ফোকাস করছে। আর এই উদ্দেশ্যেই বিদেশী OEMs তথা টেক জায়ান্টদের একাধিক সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে। যেকারণে বাইরের সংস্থাগুলি এদেশে তাদের ব্যবসা বিস্তারে আগ্রহী হচ্ছে এবং স্থানীয়ভাবে প্রোডাক্ট নির্মাণের জন্য ক্রমাগত বিনিয়োগ করে চলেছে।

জানিয়ে রাখি, অ্যাপল (Apple), স্যামসাং (Samsung) সহ একাধিক চীন-ভিত্তিক স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যেই ভারতের প্রোডাক্ট তৈরি ও অ্যাসেম্বল করার কাজ শুরু করে দিয়েছে। এমনকি, টিম কুকের সংস্থাটি আগামী ৩-৫ বছরের মধ্যে চীন থেকে ভারতে তাদের ম্যানুফ্যাকচারিং হাব স্থানান্তরের পরিকল্পনা করছে। যেখানে আইফোন সহ অন্যান্য গ্যাজেটের একটা বড় অংশ উৎপাদিত হবে।

প্রসঙ্গত, ভারত সরকার ২০২১ সালে বৈদেশিক ব্র্যান্ড দ্বারা স্থানীয় স্মার্টফোন তৈরির জন্য ‘প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ’ বা PLI স্কিম চালু করেছিল। আবার এখন দেশের মাটিতে বড়সড় সেমি-কন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার চেষ্টায় আছে কেন্দ্রীয় সরকার। যেকারণে হালফিলে বিদ্যমান স্কিমটির নতুন সংস্করণ PLI 2.0 চালু করা হয়েছে। যার অধীনে ইতিমধ্যেই – অ্যাপল (Apple), স্যামসাং (Samsung), ডেল (Dell), লেনোভো (Lenovo), এসার (Acer), শাওমি (Xiaomi), আসুস (ASUS), এবং আইবিএম (IBM) -এর মতো একাধিক নামজাদা ব্র্যান্ড আবেদন করেছে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago