এক দেশ এক চার্জার, সরকারের নয়া পদক্ষেপে বিপাকে Apple

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। তাই রোজ নানা কাজে ব্যবহার করার জন্য এই ডিভাইসগুলিকে সময়ে সময়ে চার্জ দিতে হয়। কিন্তু গ্যাজেটগুলিতে বিভিন্ন রকমের চার্জিং পোর্ট থাকার কারণে প্রয়োজন হয় একাধিক তথা আলাদা আলাদা চার্জারের, যে কারণে ইউজারদেরকে একপ্রকার বাধ্য হয়েই একের বেশি চার্জার ব্যবহার করতে হয়। এর ফলে ব্যবহারকারীদের তো অযথা বেশি টাকা খরচা করে একাধিক চার্জার কিনতেই হয়, তদুপরি পরিবেশে ই-বর্জ্যের পরিমাণও বহুলাংশে বৃদ্ধি পায়। তাই এই সমস্যার সমাধান করতে সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট সমস্ত স্মার্ট ডিভাইসে বাধ্যতামূলকভাবে ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট রাখার কথা ঘোষণা করেছে। আর হালফিলে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী দিনে ভারতেও এই নিয়ম চালু হতে পারে।

এক দেশ, এক চার্জার

রিপোর্ট অনুযায়ী, ই-বর্জ্য রোধ ও ক্রেতাদের সুবিধার্থে সম্প্রতি এক নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী দিনে কেন্দ্র সমস্ত স্মার্ট ডিভাইসের জন্য একটি অভিন্ন চার্জার (Common Charger) তৈরি করার পরিকল্পনা করছে। এর ফলে অদূর ভবিষ্যতে একাধিক গ্যাজেটের জন্য আর ভিন্ন ভিন্ন চার্জারের প্রয়োজন হবে না। শোনা গিয়েছে যে, টাইপ-সি চার্জারকেই কমন চার্জার করার কথা ভাবছে সরকার, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র ইতিমধ্যেই একটি ইন্টার-মিনিস্ট্রিয়াল টাস্কফোর্স গঠন করেছে, যার সুবাদে আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে সুনিশ্চিত নিয়ম এবং আইন পাস হয়ে যাবে।

দুটি কমন চার্জার রাখার পরিকল্পনা করছে সরকার

জানা গিয়েছে যে, সরকার ইলেকট্রনিক্স প্রোডাক্ট নির্মাণকারী সংস্থাগুলিকে একটি পোর্টের পরিবর্তে দুটি সাধারণ চার্জিং পোর্টের বিকল্প দেওয়ার পরিকল্পনা করছে। এই পোর্টগুলির মধ্যে একটির দেখা সমস্ত সাধারণ স্মার্ট ডিভাইসেই মিলবে, এবং অন্য পোর্টটি কমদামি ফিচার ফোনে উপলব্ধ হবে। নিঃসন্দেহে বলা যায় যে, এই নতুন নিয়মটি কার্যকর হলে শুধু ই-বর্জ্যের পরিমাণই কমবে না, এর পাশাপাশি যে-কোনো ডিভাইস চার্জ করার ক্ষেত্রেও কোনো অসুবিধার মুখোমুখি হতে হবে না ইউজারদের।

নয়া নিয়মটি ঘুম কাড়তে পারে Apple-এর

হালফিলে সরকার স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ইয়ারবাডসহ বিভিন্ন প্রোডাক্টের জন্য একটি সাধারণ চার্জার আনার কথা ভাবছে। এর ফলে কিন্তু আগামী দিনে বেশ বড়োসড়ো সমস্যার মুখোমুখি হতে পারে বিশ্বখ্যাত টেক জায়েন্ট অ্যাপল (Apple); কারণ অ্যাপলই একমাত্র সংস্থা যারা তাদের আইফোন (iPhone)-এ ইউএসবি টাইপ-সি -এর পরিবর্তে কোম্পানির নিজস্ব লাইটনিং পোর্ট ( Lightning Port) ব্যবহার করে। উল্লেখ্য যে, ‘সব ডিভাইসের জন্যই একক চার্জার’ – এই নয়া নিয়মটি ইউরোপে কার্যকর হয়ে যাওয়ায় কার্পেটিনো ভিত্তিক প্রযুক্তি সংস্থাটি ইতিমধ্যেই বেশ ঘোরতর বিপাকে পড়ে গিয়েছে। সেক্ষেত্রে এবার ভারতেও এই একই নিয়ম চালু হয়ে গেলে কোম্পানিটির ঠিক ‘মরার ওপর খাঁড়ার ঘা’ পড়ার মতো অবস্থা হবে। তাই নিজেদের ব্যবসাকে সকল দেশে জারি রাখতে হলে আগামী দিনে টেক জায়েন্টটি ঠিক কী ব্যবস্থা নেবে, তা একমাত্র সময়ই বলতে পারবে।

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারত সরকার কিন্তু এখনও পর্যন্ত কমন চার্জার সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ‘ওয়ান কান্ট্রি ওয়ান চার্জার’ উদ্যোগটির সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের প্রতিনিধিরা স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করবেন, এবং সবশেষে তাদের সম্মতি পেলেই নয়া নিয়মে সিলমোহর পড়বে। ফলে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেই একই চার্জার ব্যবহার করার জন্য ইউজারদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

8 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago