Infinix GT 10 Pro: 108MP ক্যামেরা সহ দুর্ধর্ষ ফিচার্স, সস্তায় সেরা গেমিং ফোন লঞ্চ করে তাক লাগাল ইনফিনিক্স

সকল জল্পনার অবসান করে ইনফিনিক্স আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন গেমিং স্মার্টফোন, Infinix GT 10 Pro। যা বিখ্যাত মোবাইল গেম সাইবারপাঙ্ক অনুপ্রাণিত ডিজাইন এবং…

সকল জল্পনার অবসান করে ইনফিনিক্স আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন গেমিং স্মার্টফোন, Infinix GT 10 Pro। যা বিখ্যাত মোবাইল গেম সাইবারপাঙ্ক অনুপ্রাণিত ডিজাইন এবং কাস্টমাইজেবল মিনি-এলইডি লাইট সহ এসেছে। ব্যাক প্যানেল আবার অনেকটা নাথিং ফোনের মতো। উন্নত পারফরম্যান্সের জন্য, এতে MediaTek Dimensity 8050 চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ এছাড়াও, Infinix GT 10 Pro-এ মিলবে উচ্চ রেজোলিউশনের অ্যামোলেড প্যানেল এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আসুন তাহলে নতুন ইনফিনিক্স হ্যান্ডসেটটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix GT 10 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিটি ১০ প্রো একটি অনন্য ডিজাইনের সাথে আত্মপ্রকাশ করেছে, যা জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। এতে এলইডি লাইট ইন্ডিকেটর থাকলেও আরজিবি বলে মনে হয় না। ইনফিনিক্স জিটি ১০ প্রো-এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৬৭ ইঞ্চির ১০-বিট ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ৯০০ নিট পিক ব্রাইটনেস এবং ১,৯২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে। এটি হার্ডওয়্যার লো ব্লু লাইট সলিউশন এবং টিইউভি সার্টিফিকেশন সহ এসেছে।

ইনফিনিক্স জিটি ১০ প্রো-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত চিপটিতে ৪+৪ কর্টেক্স-এ৭৮ কোর রয়েছে এবং এটি সর্বাধিক ৯ জিবি র‍্যামের সাথে যুক্ত। তবে এটি ১৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। ফোনটিতে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

ফটোগ্রাফির জন্য, Infinix Infinix GT 10 Pro-এর-এ একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেল সহকারী ক্যামেরা অবস্থান করছে। আর ফোনের সামনে ডুয়েল ফ্ল্যাশ সহ একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, GT 10 Pro-এ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে। ইনফিনিক্স এই ফোনটিতে ভেপার চেম্বার লিকুইড কুলিং এবং ফোর-ডি ভাইব্রেশন প্রযুক্তি আছে। Infinix GT 10 Pro অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে এক্সওএস ১৩ (XOS 13) ইউজার ইন্টারফেসে রান করে, যা ব্লোটওয়্যার এবং বিজ্ঞাপন-মুক্ত বলে দাবি করা হয়েছে। এছাড়াও, ডুয়েল স্টেরিও স্পিকার, ইয়ারফোন জ্যাক সাপোর্ট, ওয়াই-ফাই ৬, এনএফসি সাপোর্ট বর্তমান।

Infinix GT 10 Pro-এর দাম ও লভ্যতা

ভারতে Infinix GT 10 Pro এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এটি বর্তমানে ফ্লিপকার্টে প্রি অর্ডারের জন্য উপলব্ধ। এই আকর্ষণীয় ইনফিনিক্স ফোনটিকে সাইবার ব্ল্যাক এবং মিরাজ সিলভার কালার অপশনে বেছে নেওয়া যাবে। কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা।