6000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Infinix Hot 10i, দাম দশ হাজার টাকার কম

বিগত কয়েক মাস ধরে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখার পর অবশেষে লঞ্চ হল Infinix Hot 10i। আপাতত ফোনটি ফিলিপাইনের মার্কেটে পা রেখেছে। বাজেট রেঞ্জের এই ফোনে…

বিগত কয়েক মাস ধরে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখার পর অবশেষে লঞ্চ হল Infinix Hot 10i। আপাতত ফোনটি ফিলিপাইনের মার্কেটে পা রেখেছে। বাজেট রেঞ্জের এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। এছাড়া Infinix Hot 10i ফোনে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১১ চালিত এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আসুন Infinix Hot 10i ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 10i এর দাম ও লভ্যতা

ইনফিনিক্স হট ১০ আই ফোনের দাম রাখা হয়েছে ৫,৯৯০ ফিলিপাইন পেসো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৮১৯ টাকার সমান। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফোনটি চারটি কালারে উপস্থিত- মোরান্ডি গ্রিন, হেয়ার অফ ওসান, ৯৫-ডিগ্রি ব্ল্যাক ও ৭-ডিগ্রি পার্পেল। ইনফিনিক্স হট ১০ আই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে আমাদের অনুমান।

Infinix Hot 10i স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ১০ আই ফোনে আছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ( ৭২০ x ১৬০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৩২০ পিপিআই। এই ফোনে মিডিয়াটেক হেলিও পি৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ইনফিনিক্স হট ১০ আই গেমারদের জন্য আদর্শ হতে পারে (লো বাজেটে), কারণ এতে Dar-link game optimization engine রয়েছে। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 10i ফোনের পিছনে কোয়াড এলইডি সহ ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও QVGA সেন্সর বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Infinix Hot 10i ফোনে কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G LTE, জিপিএস, ব্লুটুথ, ওয়াই-ফাই, ৩.৫মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন