5G সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম মাত্র ১২ হাজার টাকা, সেল শুরু Infinix Hot 20 5G এর

গত ১লা ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 20 5G। আর আজ অর্থাৎ ৯ই ডিসেম্বর থেকে এটি ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। সর্বোপরি ‘ফার্স্ট সেল’ -এর অধীনে এটিকে ১১,০৫০ টাকা পর্যন্ত ছাড়ের সাথে কিনে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ দিচ্ছে Flipkart। যার ফায়দা তুলতে পারলে আলোচ্য 5G ফোনকে ১,০০০ টাকার কমে নিজের নামে করা যাবে। Infinix Hot 20 5G এর বিশেষত্বের কথা বললে এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে প্যানেল, MediaTek Dimensity 810 চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। আর সংস্থার দাবি অনুসারে, এই ফোনে মোট ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট করে৷ চলুন সদ্য আগত Infinix Hot 20 5G -এর দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স হট ২০ ৫জি -এর দাম এবং সেল অফার (Infinix Hot 20 5G Price & Sale Offers)

ইনফিনিক্স হট ২০ ৫জি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। যার এমআরপি (MRP) রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। আগ্রহীদের জানিয়ে রাখি, আলোচ্য মডেলটি ইতিমধ্যেই ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে।

সেল অফার হিসাবে, সীমিত সময়ের জন্য ইনফিনিক্সের এই লেটেস্ট ৫জি ফোনকে ফ্লাট ৩৩% বা ৬,০০০ টাকা ডিসকাউন্ট সহ মাত্র ১১,৯৯৯ টাকায় বিক্রি করা হবে। সর্বোপরি পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া স্মার্টফোনটি কিনলে ১১,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে ইনফিনিক্স হট ২০ ৫জি স্মার্টফোনকে নূন্যতম ৯৪৯ টাকা খরচ করে পকেটস্থ করে নেওয়া যাবে। হ্যান্ডসেটটি – স্পেস ব্লু, ব্লাস্টার গ্রিন এবং রেসিং ব্ল্যাক কালার অপশনে এসেছে।

ইনফিনিক্স হট ২০ ৫জি -এর স্পেসিফিকেশন (Infinix Hot 20 5G Specifications)

ইনফিনিক্স হট ২০ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইলের এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর সহ এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১০ ৬.১ (XOS 10 6.0) ইউজার ইন্টারফেসে রান করে। আর স্টোরেজ হিসাবে এই ডিভাইসে ৪ জিবি LPDDR4X র‍্যাম এবং ৬৪ জিবি রম বর্তমান। সর্বোপরি এই ফোনে ৩ জিবি পৰ্যন্ত মেমফিউশন র‍্যাম ফিচার সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ফটোগ্রাফির জন্য Infinix Hot 20 5G স্মার্টফোনের রিয়ার প্যানেলে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ যুক্ত AI ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ডেপ্থ সেন্সর। এই রিয়ার ক্যামেরা দুটি – শর্ট ভিডিও মোড, সুপার নাইটস্কেপ, পোর্ট্রেট মোড এবং আই-ট্র্যাকিংয়ের মতো ফটোগ্রাফি ফিচার সমর্থন করে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে একটি এলইডি ফ্ল্যাশ-সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকছে।

তদুপরি, কানেক্টিভিটির জন্য ইনফিনিক্স আনীত এই নতুন হ্যান্ডসেটে – ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ভি৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক মিলবে। এই ফোন ১২টি ৫জি ব্যান্ডের সাপোর্ট সহ এসেছে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে এতে ডুয়েল স্টেরিও স্পিকার বিদ্যমান। আর পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 20 5G -তে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে৷ সংস্থার দাবি অনুসারে একক চার্জে এই ব্যাটারি ১২৫ ঘন্টার মিউজিক প্লেব্যাক টাইম এবং দীর্ঘ ৩ দিন পর্যন্ত ডিভাইসকে সচল রাখবে।

Subheccha Das Poddar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

25 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

34 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

50 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

54 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

2 hours ago