Infinix Hot 30 5G ভারতের সবচেয়ে সস্তা ১৬ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন হিসেবে লঞ্চ হল

Infinix তাদের নতুন স্মার্টফোন হিসেবে ভারতে লঞ্চ করল Infinix Hot 30 5G। এটি একটি এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন হিসেবে...
Julai Modal 14 July 2023 3:28 PM IST

Infinix তাদের নতুন স্মার্টফোন হিসেবে ভারতে লঞ্চ করল Infinix Hot 30 5G। এটি একটি এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন হিসেবে এসেছে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও আইপি৫৩ রেটিং। আবার Infinix Hot 30 5G ফোনে পাওয়া যাবে ডুয়াল স্পিকার এবং ১৪টি ফাইভজি ব্যান্ড। শুধু তাই নয়, এতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি। আসুন Infinix Hot 30 5G স্মার্টফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Hot 30 5G এর ভারতে মূল্য

ইনফিনিক্স হট ৩০ ৫জি-র প্রারম্ভিক মূল্য ১২,৪৯৯ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩,৪৯৯ টাকা। আগামী ১৮ জুলাই ফ্লিপকার্ট থেকে ইনফিনিক্স হট ৩০ ৫জি-র সেল শুরু হবে।

লঞ্চ অফার হিসেবে, অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা ১,০০০ টাকা ছাড় পাবেন, যার পরে Infinix Hot 30 5G ফোনের উভয় মডেলের দাম হবে যথাক্রমে ১১,৪৯৯ টাকা এবং ১২,৪৯৯ টাকা।

Infinix Hot 30 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স হট ৩০ ৫জি ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ব্রাইটনেস ৫৮০ নিট। এতে লেদার ফিনিশ দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, ৮ গিগাবাইট পর্যন্ত ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ইনফিনিক্স হট ৩০ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ইনফিনিক্স এক্সওএস ১৩ কাস্টম স্কিনে চলবে।

Infinix Hot 30 5G এর ক্যামেরা

এই ফোনে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার অনেক মোড সাপোর্ট করবে।

Infinix Hot 30 5G ফোনের ব্যাটারি

সিকিউরিটির জন্য ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর সাউন্ডের জন্য রয়েছে ডিটিএস সাপোর্ট সহ ডুয়েল স্পিকার। ফোনটি জল প্রতিরোধী আইপি৫৩ রেটিং সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট।

Show Full Article
Next Story