Infinix Hot 30 এর লঞ্চের তারিখ ঘোষণা হল, সস্তায় 90hz ডিসপ্লে ও 30W চার্জিং সিস্টেম

ইনফিনিক্স এই সপ্তাহেই ভারতে নতুন Infinix Hot 30i স্মার্টফোনটি উন্মোচন করেছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ব্র্যান্ডটি থাইল্যান্ডের বাজারে স্ট্যান্ডার্ড Infinix Hot 30 মডেলটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এবার সকল জল্পনার অবসান করে কোম্পানি অবশেষে নিশ্চিত করেছে যে, আগামীকাল, ৩১ মার্চ Hot 30-এর ওপর থেকে পর্দা সরানো হবে। ব্র্যান্ড দ্বারা প্রকাশিত টিজারগুলি ফোনের কিছু মূল বৈশিষ্ট্য এবং ডিজাইনও প্রকাশ করেছে। আসুন তাহলে লঞ্চের আগে জেনে নেওয়া যাক, আপকামিং Infinix Hot 30 কি কি অফার করতে চলছে।

Infinix Hot 30 অভিনব ডিজাইন ও উৎকৃষ্ট স্পেসিফিকেশন সহ আগামীকাল লঞ্চ হতে চলেছে

ইনফিনিক্স আগামীকাল থাইল্যান্ডে তাদের হট সিরিজের অধীনে ইনফিনিক্স হট ৩০ ফোনটি লঞ্চ করতে চলেছে। কোম্পানি দ্বারা প্রকাশিত প্রোমোশনাল টিজারগুলি নিশ্চিত করে যে, এই ফোনটি ৬.৭৮ ইঞ্চির এলসিডি প্যানেলের সাথে আসবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে৷ ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট দ্বারা চালিত হবে।

এছাড়াও জানা গেছে, ইনফিনিক্স হট ৩০ ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। ব্র্যান্ড দ্বারা প্রকাশিত টিজারগুলি ফোনের ফ্রন্ট এবং রিয়ার প্যানেলের ডিজাইনগুলিও প্রদর্শন করেছে। ডিভাইসটি পাঞ্চ-হোল ডিসপ্লে এবং অভিনব ডিজাইনের রিয়ার শেল দ্বারা সজ্জিত হবে। হট ৩০-এর নীচের প্রান্তে একটি স্পিকার গ্রিল, একটি ইউএসবি-সি পোর্ট, একটি মাইক্রোফোন এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক থাকবে। এই ইনফিনিক্স ফোনটির পিছনের দিকে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে।

জানিয়ে রাখি, চলতি সপ্তাহে Infinix Hot 30i স্মার্টফোনটি ভারতে মাত্র ৮,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। কম দাম হওয়া সত্ত্বেও ফোনটি যথেষ্ট ভালো স্পেসিফিকেশন অফার করে। এতে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা এবং পান্ডা গ্লাস-এর সুরক্ষা প্রদান করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Hot 30i-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এআই (AI) লেন্স সমন্বিত ডুয়েল-ক্যামেরা সিস্টেম রয়েছে। আর ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এই বাজেট রেঞ্জের ইনফিনিক্স ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) ইউজার ইন্টারফেসে রান করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 30i ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। Hot 30i ভারতের বাজারে চারটি কালার অপশনে উপলব্ধ – মিরর ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, ডায়মন্ড হোয়াইট এবং ম্যারিগোল্ড।