Smartphone: 16 জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোনের দামে পরিবর্তন, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

আপনি কি বেশি র‌্যামের ফোন করছেন? কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য সুখবর। আসলে ১০ হাজার টাকার কমে আপনি এখন ১৬ জিবি র‌্যামের ফোন কিনতে…

আপনি কি বেশি র‌্যামের ফোন করছেন? কিন্তু বাজেট কম? তাহলে আপনার জন্য সুখবর। আসলে ১০ হাজার টাকার কমে আপনি এখন ১৬ জিবি র‌্যামের ফোন কিনতে পারবেন। না না কোনো মজা করছি না! Infinix Hot 30i এমনই অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম। এছাড়া এতে পাওয়া যাবে দুর্দান্ত ক্যামেরা ও বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি।

Infinix Hot 30i-এর দাম ১,০০০ টাকা বাড়লো

ইনফিনিক্স হট ৩০আই গতকাল প্রথম সেলে ৮,৯৯৯ টাকায় বিক্রি হয়েছে। তবে আজ থেকে এর দাম ১,০০০ টাকা বাড়ানো হয়েছে। এখন এর দাম পড়বে ৯,৯৯৯ টাকা। আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটি কিনতে পারবেন।

হবে দাম বাড়লেও এটিই এখনও পর্যন্ত সবচেয়ে সস্তা ৮+৮ জিবি র‌্যামের ফোন। তাই আপনি ডিভাইসটি কিনতেই পারেন। এটি গ্লেসিয়ার ব্লু ও মিরর ব্ল্যাক কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

Infinix Hot 30i-এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, ডুয়েল সিমের Infinix Hot 30i ফোনে আইএমজি পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ সহ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ ১২এনএম প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম স্কিনে চলবে।এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি (১৬১২×৭২০ পিক্সেল) এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন, যার সুরক্ষার জন্য দেওয়া হয়েছে পান্ডা গ্লাস।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, ইনফিনিক্সের নয়া এই হ‌্যান্ডসেটে ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

আর Infinix Hot 30i এর পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর এবং এআই সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিমি অডিও জ্যাক।