Infinix Hot 30i: আমজনতার জন্য আসছে নয়া ফোন, সস্তায় 50MP ক্যামেরা, ডিজাইন দেখলে প্রেমে পড়বেন

ইনফিনিক্স এই মুহূর্তে ভারতের বাজারে তাদের বাজেট রেঞ্জের Infinix Hot 30 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর এখন ব্র্যান্ডের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, তারা চলতি মাসেই এদেশে Hot 30i লঞ্চ করতে চলেছে। এর পাশাপাশি, ইনফিনিক্স একটি নতুন ল্যাপটপও উন্মোচন করবে বলে জানা গেছে। আসুন তাহলে এই আপকামিং ডিভাইসগুলি সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি জেনে নেওয়া যাক।

Infinix Hot 30i বাজারে আসছে চলতি মাসেই

ইনফিনিক্স জানিয়েছে যে, ইনফিনিক্স হট ৩০আই একটি আইকনিক ডিজাইনের সাথে আসবে। এতে বড় আকারের ডিসপ্লে এবং বড় মেমরি থাকবে। ডিজাইনের ক্ষেত্রে, ফোনটির রিয়ার প্যানেলে একটি গ্লাস এবং লেদার ফিনিশিং দেখা যাবে। আর এই ফোনটির পাশাপাশি যে ল্যাপটপটি সামনে আনা হবে, সেটার নাম ইনফিনিক্স ওয়াই১ প্লাস নিও।

সংস্থাটি প্রকাশ করেছে যে, এগুলি একটি হালকা ওজনের এবং পাওয়ার-প্যাকড ডিভাইস হবে। এছাড়া অনুমান করা হচ্ছে যে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশমেহ (FCC) সাইটে X669 মডেল নম্বর সহ যে ফোনটি ছাড়পত্র পেয়েছে, তা ইনফিনিক্স ফোনটি হট ৩০আই নামের সঙ্গে বাজারে আসবে।

গত মাসে, জানা গিয়েছিল Infinix Hot 30i-এ ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যা একটি এইচডি+ রেজোলিউশন এবং ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে। এটি হেলিও জি৩৭ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৪ জিবি র‍্যাম, ৬ জিবি বর্ধিত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে।

ফটোগ্রাফির জন্য, Infinix Hot 30i-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে৷ ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস (XOS) কাস্টম স্কিনে রান করবে।

প্রসঙ্গত, ইনফিনিক্স একটি রহস্যময় ফোনের উতরেও কাজ করছে, যা বিশ্বের দ্রুততম ২৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ২৬০ ওয়াট চার্জিং স্পিড যুক্ত কোনও হ্যান্ডসেট লঞ্চ হয়নি। সংস্থার ২৬০ ওয়াট চার্জিং সমর্থিত থান্ডার চার্জ (Thunder Charge) চার্জারকে আগামী ৯ই মার্চ সংস্থার তরফে প্রকাশ্যে আনা হতে পারে। তবে এটি ইনফিনিক্সের কোন ফোনে সর্বপ্রথম দেখা যাবে, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।