লঞ্চের ফাঁস Samsung Galaxy S20 Fan Edition এর সমস্ত স্পেসিফিকেশন, কবে আসছে জানুন

কয়েকদিন আগেই অনুষ্ঠিত ‘Life Unstoppable’ ইভেন্টে বেশ কয়েকটি নতুন ডিভাইস লঞ্চ করেছে Samsung। যার মধ্যে সস্তা ফোন Galaxy A42 5G, Galaxy Tab A7 প্রভৃতি উল্লেখযোগ্য। তবে বিরাম না নিয়েই, এবার আরও একটি ফোনের ওপর কাজ শুরু করলো দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। Samsung Galaxy S20 Fan Edition নামে কোম্পানির এই নতুন ফোনকে সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এর সাথে সাথে ফোনের স্পেসিফিকেশনও সামনে এসেছে।  

Samsung Galaxy S20 Fan Edition এর সমস্ত স্পেসিফিকেশন ফাঁস:

রিপোর্ট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন দুটি কনফিগারেশনে আসবে। যার একটি হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ সহ 5G ভার্সন এবং আরেকটি হল LTE ভার্সন, যেখানে এক্সিনস ৯৯০ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ৬.৫ ইঞ্চি সুপার এমোলেড ডিসপ্লের সাথে লঞ্চ হবে। যার রেজুলেশন হবে ২৪০০ x ১০৮০ পিক্সেল। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য এখানে কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হতে পারে।

ডুয়েল সিমের এই ফোনে  LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে এফ/১.৮ লেন্স সহ ১২ মেগাপিক্সেল। এই ক্যামেরায় OIS এবং Dual Pixel Autofocus সাপোর্ট করবে। ফোনের অন্য দুটি ক্যামেরা হল এফ/২.২ অ্যাপারচার সহ ১২-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.০ অ্যাপারচার সহ ৮-মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। সেলফির জন্য গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশনে এফ/২.০ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে।

আবার Galaxy S20 Fan Edition ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের (UFS 3.1) সাথে আসবে। এছাড়াও ফোনটিতে থাকবে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আমরা এই ফোনে ওয়্যারলেস পাওয়ার শেয়ার ফিচারও পাবো। আবার ফোনটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত হবে। কানেক্টিভিটির জন্য এখানে ইউএসবি টাইপ সি পোর্ট, ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৬ ও এনএফসি সাপোর্ট থাকবে।

এদিকে জানা গেছে গ্যালাক্সি এস২০ ফ্যান এডিশন চলতি বছরের চতুর্থ প্রান্তিকে লঞ্চ হতে পারে। এই ফোনের দাম ৭৫০ ডলার অর্থাৎ প্রায় ৫৬ হাজার টাকা রাখা হতে পারে।