Infinix Note 12 Pro: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ ইনফিনিক্স লঞ্চ দুর্দান্ত স্মার্টফোন

Infinix Note 12 Pro প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল, যার দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কাছাকাছি। ফোনটি Note 12 সিরিজের পঞ্চম ডিভাইস হিসেবে এসেছে। এর আগে এই সিরিজের অধীনে Infinix Note 12, Infinix Note 12 5G, Infinix Note 12 Turbo, Infinix Note 12 Pro 5G বাজারে এসেছিল। নয়া Infinix Note 12 Pro ফোনে পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম ও মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। আবার এতে দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Infinix Note 12 Pro ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স নোট ১২ প্রো এর দাম (Infinix Note 12 Pro Price in India)

ভারতে ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। ফোনটি হোয়াইট, ব্লু ও গ্রে কালারে এসেছে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে ফোনটি Flipkart এর মাধ্যমে কেনা যাবে।

ইনফিনিক্স নোট ১২ প্রো এর স্পেসিফিকেশন (Infinix Note 12 Pro Specifications)

ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের সামনে দেখা যাবে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আবার ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল টারশিয়ারি লেন্স।

পারফরম্যান্সের জন্য, Infinix Note 12 Pro ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সংস্থার নিজস্ব এক্সওএস ১০.৬ (XOS 10.6) কাস্টম স্কিন পাওয়া যাবে। এই ৪জি ফোনে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ উপস্থিত।

Infinix Note 12 Pro ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে ডিটিএস অডিও টেকনোলজি সমর্থিত ডুয়েল সাউন্ড সিস্টেম এবং এনএফসি কানেক্টিভিটির সাপোর্ট পাওয়া যাবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫জি ভার্চুয়াল র‌্যাম, ৪ডি ভাইব্রেশন, ৩.৫মিমি হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট।