১০ হাজার টাকার কমে ৭ জিবি র‌্যাম, Infinix এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের সেল শুরু হল

গত ২৫শে জানুয়ারি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Infinix Note 12i। আর আজ অর্থাৎ ৩০শে জানুয়ারি এই নতুন বাজেট-রেঞ্জের স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে প্রথমবার…

গত ২৫শে জানুয়ারি ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল Infinix Note 12i। আর আজ অর্থাৎ ৩০শে জানুয়ারি এই নতুন বাজেট-রেঞ্জের স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। প্রথম সেলে উক্ত ডিভাইসকে ১০% পর্যন্ত ডিসকাউন্ট সহ কিনে নেওয়া যাবে। বিশেষত্বের কথা বললে, এতে – ৬০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে, মালি জি৫২ গ্রাফিক্স, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, স্টেরিও স্পিকার সিস্টেম এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। আবার একটি বাজেট-রেঞ্জের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। চলুন Infinix Note 12i ফোনের দাম, সেল অফার ও স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স নোট ১২আই ফোনের দাম ও সেল অফার (Infinix Note 12i price and sale offers in India)

ভারতে ইনফিনিক্স নোট ১২আই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। এই বিক্রয় মূল্য ফোনটির ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের। আগ্রহীরা এটিকে আজ এই মুহূর্ত থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে – মেটাভার্স ব্লু এবং ফোর্স ব্ল্যাক কালার অপশনে কিনে নিতে পারবেন।

সেল অফারের কথা বললে, Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা আলোচ্য ইনফিনিক্স মডেল কেনার ক্ষেত্রে ফ্লাট ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে ৫% ক্যাশব্যাক।

ইনফিনিক্স নোট ১২আই -এর স্পেসিফিকেশন (Infinix Note 12i Specification)

নবাগত ইনফিনিক্স নোট ১২আই ফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট, এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লে ওয়াইডভাইন এল১ (Widevine L1) সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষার সাথে এসেছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি জি৮৫ এবং মালি জি৫২ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিনে রান করে। এই ইনফিনিক্স ফোনে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। যদিও ডিভাইসটি ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে। আবার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, Infinix Note 12i স্মার্টফোনের রিয়ার প্যানেলে LED ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি QVGA লেন্স৷ এদিকে সেলফি এবং ভিডিও কোলিংয়ের জন্য ফোনের সামনে বিদ্যমান থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই নতুন ইনফিনিক্স ফোনটি – সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডিটিএস অডিও সমর্থিত স্টেরিও স্পিকার সেটআপ এবং ব্লুটুথ ৫.০ কানেকশনের সাথে এসেছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 12i ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।