Categories: Mobiles

সামনেই মহা সুযোগ, লেদার ফিনিশ ব্যাক প্যানেলের Infinix Note 30 5G আগামীকাল ১৫ হাজার টাকার কমে কেনার সুযোগ

গত ১৪ই জুন ভারতের বাজারে পা রেখেছিল Infinix Note 30 5G। আর প্রতিশ্রুতি মতো গত ২২শে জুন থেকে আলোচ্য স্মার্টফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হয়। যদিও এই সেলে শুধুমাত্র ডিভাইসটির ম্যাজিক ব্ল্যাক এবং ইন্টারস্টেলার ব্লু কালার বিকল্পকে তালিকাভুক্ত করা হয়েছিল। যেখানে কিনা আলোচ্য দুটি ভ্যারিয়েন্ট বাদেও ডিভাইসটিকে সানসেট গোল্ড এডিশন নামের আরেকটি কালার অপশনেও লঞ্চ করা হয়, যা এতদিন কেনা যাচ্ছিল না। তবে এখন Infinix নিশ্চিত করেছে যে, আগামীকাল অর্থাৎ ২৯শে জুন থেকে Infinix Note 30 5G ফোনের লেদার ব্যাক ফিনিশিং যুক্ত সানসেট গোল্ড কালারের বিক্রি শুরু হবে।

ভারতে Infinix Note 30 5G স্মার্টফোনের সানসেট গোল্ড ভ্যারিয়েন্টের দাম এবং সেলের তারিখ

ইনফিনিক্স নোট ৩০ ৫জি স্মার্টফোনের সানসেট গোল্ড সংস্করণটির দাম অন্যান্য কালার বিকল্পের অনুরূপ। অর্থাৎ, ডিভাইসটির ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আর উচ্চতর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনকে কেনা যাবে ১৫,৯৯৯ টাকায়।

Infinix Note 30 5G -এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট ৩০ ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LTPS ডিসপ্লে প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে আই-কেয়ার মোডের সুবিধাও অফার করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ (XOS 13) কাস্টম স্কিন চালিত। আবার স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 2.2 মেমরি পাওয়া যাবে। এক্ষেত্রে সংস্থার দাবি, এই হ্যান্ডসেটে ফিজিক্যাল র‌্যামের পাশাপাশি অতিরিক্তভাবে আরো ৮ জিবি ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি আরো বাড়ানো সম্ভব।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Infinix Note 30 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। এদিকে ডিভাইসের সাথে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ইনফিনিক্স ব্র্যান্ডের এই হ্যান্ডসেটে জেবিএল টিউন ডুয়েল স্পিকার উপস্থিত। এটি এক ডজনেরও বেশি ৫জি ব্যান্ড এবং নিরাপত্তা প্রদানের জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। পরিশেষে, IP53 রেটিং প্রাপ্ত Infinix Note 30 5G ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটি ব্যাটারি আছে।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago