Categories: Mobiles

অনবদ্য 5G স্মার্টফোন লঞ্চ করল Infinix, রয়েছে 108MP ক্যামেরা ও 100W চার্জিং

গতকাল, 18 মার্চ ইনফিনিক্স (Infinix) তাদের বহু প্রতীক্ষিত Note 40 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরিয়েছে। লেটেস্ট লাইনআপটির মধ্যে স্ট্যান্ডার্ড Note 40 এবং Note 40 Pro 4G, Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G – এই চারটি ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। স্বাভাবিকভাবেই, সিরিজের 4G মডেলের তুলনায় 5G ভার্সনগুলি আরও প্রিমিয়াম স্পেসিফিকেশন অফার করে। কয়েকটি ছোটখাটো পার্থক্য ছাড়া, Infinix Note 40 Pro 5G এবং Note Pro+ 5G একে অপরের সাথে প্রায় অভিন্ন। তবে Pro+ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল। আসুন তাহলে নবাগত 5G ফোনগুলি কি কি অফার করে এবং এগুলির দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অনেকটা 4G ভ্যারিয়েন্টের মতো, ইনফিনিক্স নোট 40 প্রো 5জি এবং প্রো প্লাস 5জি-তে রয়েছে 6.78 ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, 1,300 নিট পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। দুটি ফোনেই নিরাপত্তার জন্য ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। এছাড়া, ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত।

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি এবং প্রো প্লাস 5জি-এ স্লিম প্রোফাইল দেখা যায়। হ্যান্ডসেটগুলির পিছনের প্যানেলে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল অবস্থান করছে। ডিভাইসগুলি ইনফিনিক্সের বিশেষ ‘অ্যাকটিভ হেলো’ (Active Halo) এআই লাইট সহ এসেছে, যা ইনকামিং কল, নোটিফিকেশন সহ আরও কিছু অ্যাকশনের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। এছাড়া উন্নত অডিওর জন্য, স্মার্টফোনগুলি জিবিএল (JBL)-এর সাউন্ড সহ স্টেরিও স্পিকার অফার করে।

ফটোগ্রাফির জন্য, Infinix Note 40 Pro 5G এবং Pro+ 5G-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এনেবল 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে৷ দুটি ফোনই 2K ভিডিও রেকর্ড করতে সক্ষম। আর ফোনগুলির সামনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Infinix Note 40 Pro 5G এবং 40 Pro+ 5G-এ MediaTek Dimensity 7020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Pro মডেলটি 8 জিবি র‍্যাম এবং উচ্চতর Pro+ ভ্যারিয়েন্টটি 12 জিবি র‍্যাম অফার করে। তবে উভয়ই 256 জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ এসেছে এবং অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটও অন্তর্ভুক্ত রয়েছে। Note 40 Pro মডেল দুটিতে ব্র্যান্ডের সেল্ফ-ডেভেলপ করা Cheetah X1 চিপসেট উপস্থিত। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Note 40 Pro+ 5G-এ 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,600 এমএএইচ ব্যাটারি রয়েছে। এদিকে, Pro 5G বৃহত্তর 5,000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা 45 ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে। উভয় ফোনেই 20 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে।

Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G-এর মূল্য ও লভ্যতা

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে Infinix Note 40 Pro+ 5G-এর প্রারম্ভিক মূল্য 309 ডলার (প্রায় 25,625 টাকা)। অন্যদিকে, Note 40 Pro 5G-এর বেস মডেলের দাম রাখা হয়েছে 289 ডলার (প্রায় 23,970 টাকা)। তবে মার্কেটের ওপর নির্ভর করে এই ফোনগুলির দাম পরিবর্তিত হবে। Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G ভিনটেজ গ্রিন, ওবসিডিয়ান ব্ল্যাক এবং টাইটান গোল্ড কালার অপশনে বেছে নেওয়া যাবে৷ তবে ইনফিনিক্স ফোনগুলি কবে ভারতে লঞ্চ করবে, তা এখনও জানা যায়নি।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

57 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

58 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago