Categories: Mobiles

বিশ্বের প্রথম ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফোন Infinix Note 40 Pro 5G ভারতে আসছে

Infinix সম্প্রতি তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Note 40 Pro এপ্রিল মাসে ভারতে লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগেই ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এই লাইনআপের জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করেছে। যার দরুন সিরিজের অধীনে আসন্ন Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G মডেল দুটির একাধিক মুখ্য ফিচার ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। এছাড়া সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে যে, Infinix Note 40 Pro সিরিজটি দুর্দান্ত তথা এর পূর্বে কোনো অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে দেখা যায়নি এমন বিশেষ ওয়্যারলেস চার্জিং অভিজ্ঞতা প্রদান করবে।

Infinix Note 40 Pro সিরিজ ভারতে প্রথম ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি অফার করবে

ইনফিনিক্স দ্বারা শেয়ার করা টিজার ইমেজ অনুযায়ী, আসন্ন ইনফিনিক্স নোট 40 প্রো সিরিজের অধীনে আসা মডেলগুলি হবে প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ অ্যান্ড্রয়েড ফোন যেগুলি 20 ওয়াট ম্যাগচার্জ / ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সমর্থন অফার করবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এখনও অবধি শুধুমাত্র অ্যাপল (Apple) ডিভাইসগুলিতেই এই চার্জিং ফিচার বিদ্যমান রয়েছে। আর আইফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ ম্যাগসেফ (MagSafe) চার্জিং এবং ম্যাগচার্জ/ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং উভয় প্রযুক্তি একই। যা 2020 সালে আত্মপ্রকাশ করা iPhone 12 সিরিজের সাথে প্রথমবার চালু করা হয়েছিল।

আজ অবধি কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই বিশেষ ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ইনফিনিক্সের আসন্ন লাইনআপের সাথে এই প্রযুক্তি নিয়ে আসা হলে, তা গেম-চেঞ্জার হিসাবে কাজ করবে।

জানিয়ে রাখি, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং এবং প্রথাগত ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি কিন্তু একসমান না। একাধিক ক্ষেত্রে পার্থক্য আছে। যেমন ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্থিতিশীল সংযোগ অফার করে, যা আরো দ্রুত এবং দক্ষ চার্জিং প্রদান করে। অন্যদিকে, প্রথাগত ওয়্যারলেস চার্জিং -এ ইনডাকশন প্রযুক্তি ব্যবহার করা হয়। যার দরুন চার্জিং প্রক্রিয়া শুরু করার জন্য একটি চার্জিং প্যাডে ডিভাইসটি সুনির্দিষ্ট ভাবে স্থাপনের প্রয়োজন হয়। যদিও উভয় পদ্ধতিতেই ওয়্যার বা তারের প্রয়োজনীয়তা বাদ দেওয়া হয়েছে। আর ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং -এর অন্যতম বিশেষত্ব হল, এর সুরক্ষিত সংযুক্তি প্রক্রিয়া (অ্যাটাচমেন্ট মেকানিজাম) এবং দ্রুত চার্জিং ক্ষমতা। যার দৌলতে নিরবিচ্ছিন্ন এবং ইউজার-ফ্রেন্ডলি চার্জিং অভিজ্ঞতা অনুভব করতে পারবেন মোবাইল ব্যবহারকারীরা।

এদিকে ফ্লিপকার্ট দ্বারা লাইভ করা ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে Infinix Note 40 Pro 5G এবং Note 40 Pro+ 5G উভয় মডেলের চার্জিং ফিচার সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এগুলি ছাড়াও সিরিজে Infinix Note 40 এবং Note 40+ নামের আরো দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলেও জানা গেছে, যেগুলি রিভার্স ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে। এক্ষেত্রে এই প্রযুক্তি – ফোন, ইয়ারবাড সহ অন্যান্য সামঞ্জস্যপূর্ণ ডিভাইস চার্জ করার অনুমতি দেবে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, Infinix Note 40 এবং Note 40+ ফোন দুটি 4G এনাবল হবে। যেগুলি সম্ভবত ভারতে লঞ্চ হবে না। এদেশে শুধুমাত্র মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর চালিত Note 40 Pro এবং Note 40 Pro+ এই দুটি 5G মডেলই আসবে বলে খবর পাওয়া যাচ্ছে।

Subhadip Dasgupta

Recent Posts

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

5 seconds ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago