Categories: Mobiles

Infinix Note 40 সিরিজ 12 এপ্রিল লঞ্চ হচ্ছে ভারতে, পাবেন 100W ফাস্ট চার্জিং, 108MP ক্যামেরা

ইনফিনিক্স অফিশিয়ালি ঘোষণা করেছে যে, তাদের বহুল প্রত্যাশিত Infinix Note 40 Pro সিরিজ ভারতে আগামী 12 এপ্রিল লঞ্চ হবে। আবার একই দিনে প্রি-অর্ডার শুরু হবে এবং এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট (Flipkart)-এ উপলব্ধ হবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইটটিতে সিরিজটির প্রোমোশনাল পেজও লাইভ হয়ে গিয়েছে। জানিয়ে রাখি, সংস্থাটি এই মাসের শুরুতে গ্লোবাল মার্কেটে Infinix Note 40 সিরিজের অধীনে Infinix Note 40 Pro+, Note Pro 5G, Note 40 Pro এবং Note 40 4G উন্মোচন করেছে। তবে, ভারতে শুধুমাত্র Infinix Note 40 Pro এবং Note Pro+ 5G লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।

Infinix Note 40 Pro সিরিজ ভারতে আসছে 12 এপ্রিল

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি সিরিজের অন্যতম প্রধান বিশেষত্ব সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তি। উচ্চতর নোট 40 প্রো প্লাস 5জি মডেলটি 100 ওয়াট অল-রাউন্ড ফাস্টচার্জ 2.0 সিস্টেম সাপোর্ট করে, যা মাত্র 8 মিনিটের মধ্যে ফোনের 50% চার্জ পূর্ণ করতে পারে। অন্যদিকে, Note 40 Pro 5G-তে 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, যা 26 মিনিটের মধ্যে 50% চার্জ হতে পারে।

উভয় ফোনই 20 ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জ (MagCharge) সাপোর্ট সহ এসেছে। ফোনগুলি রিভার্স চার্জিংও সাপোর্ট করে, যা 10 ওয়াট পর্যন্ত গতিতে ওয়্যার্ড বা ওয়্যারলেস মাধ্যমে অন্যান্য ডিভাইসকে পাওয়ার শেয়ার করতে সক্ষম। সিরিজটিতে হাই-ডেনসিটি ব্যাটারি রয়েছে, যা ইনফিনিক্সের দাবি অনুযায়ী তাদের মূল ক্ষমতার 80% ধরে রেখে 1,600ট ফুল চার্জ সাইকেল পূর্ণ করতে পারে।

ডিসপ্লের ক্ষেত্রে, Infinix Note 40 Pro সিরিজে মসৃণ এবং নিমগ্ন ভিউয়িং এক্সপেরিয়েন্সের জন্য 120 হার্টজ রিফ্রেশ রেট সহ বড় 6.78 ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এবং 1,300 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য, Infinix Note 40 Pro লাইনআপে 6 ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 8 জিবি (Pro) / 12 জিবি (Pro+) এলপিডিডিআর4এক্স র‍্যামের সাথে যুক্ত। এই দুই হ্যান্ডসেটেই 256 জিবি স্টোরেজ মিলবে, তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ক্ষমতা 1 টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, Infinix Note 40 Pro সিরিজের পিছনে ট্রিপল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে উৎকৃষ্ট মানের ফটো এবং ভিডিও ক্যাপচার করার জন্য অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ শক্তিশালী 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত রয়েছে। এছাড়াও, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অবস্থান করছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

জানিয়ে রাখি, Infinix Note 40 Pro সিরিজ অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে, যার ওপরে ইনফিনিক্সের নিজস্ব এক্সওএস 14 কাস্টম স্কিন রয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর (IR) সেন্সর, জেবিএল (JBL)-টিউনড স্টেরিও স্পিকার, ধুলো ও জল প্রতিরোধী IP53 রেটিং।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago