অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G Racing Edition। স্পোর্টস কার অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইনের সাথে এসেছে হ্যান্ডসেটগুলি।

Infinix Note 40 Pro Plus Racing Edition Price In India Launch Specs Features Sale Date

ইনফিনিক্স সম্প্রতি ভারতের বাজারে Infinix XE27 এবং Infinix Buds NEO TWS ইয়ারফোনগুলি নিয়ে এসেছে। আর এখন ব্র্যান্ডটি এদেশে তাদের নতুন Note সিরিজের স্মার্টফোন, Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G Racing Edition লঞ্চ করেছে। Infinix Note 40 সিরিজের রেগুলার ভ্যারিয়েন্টগুলি এবছরের এপ্রিলে প্রথম আত্মপ্রকাশ করেছিল। বিএমডাব্লিউ (BMW) গ্রুপের ডিজাইন ওয়ার্কসের সাথে যৌথভাবে লেটেস্ট অফারগুলি তৈরি করেছে ইনফিনিক্স। Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G Racing Edition ফোনের ডিজাইনে রেসিং এলিমেন্টের সাথে একাধিক কাস্টমাইজেশন রয়েছে। আসুন এই নবাগত ডিভাইসগুলির দাম, ডিজাইন এবং স্পেসিফিকেশন সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G Racing Edition ফোনের দাম

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি রেসিং এডিশনের একমাত্র 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 টাকা। অন্যদিকে, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ সহ ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5জি রেসিং এডিশনের মূল্য 18,999 টাকা। এখানে লক্ষনীয় যে এই দামে ব্যাঙ্ক ডিসকাউন্ট যুক্ত করা আছে। ফ্লিপকার্ট (Flipkart)-এ আগামী 26 আগস্ট থেকে দুটি ফোনই পাওয়া যাবে।

Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G Racing Edition ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন

ইনফিনিক্স নোট 40 প্রো 5জি এবং ইনফিনিক্স নোট 40 প্রো প্লাস 5জি রেসিং এডিশন ফোনগুলিতে রেগুলার মডেলের মতোই একটি অ্যাক্টিভ হ্যালো এআই লাইটনিং সহ একই আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে। তবে এর ‘108 মেগাপিক্সেল’ ক্যামেরা টেক্সটের পাশে বিএমডাব্লিউ-এর আইকনিক ট্রাইকালার রয়েছে। রিয়ার প্যানেলের বাকি অংশে একটি প্রিমিয়াম গ্লসি অনুভূতির জন্য উন্নত ইউভি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি মসৃণ উল্লম্ব লাইন রয়েছে। ভালোভাবে দেখলে, পিছনের প্যানেলের কেন্দ্রটি অনেকটা ফর্মুলা 1 এর লোগোর মতো দেখায়।

ডিজাইন ছাড়াও, Infinix Note 40 সিরিজের রেসিং এডিশনে এক্সক্লুসিভ ওয়ালপেপার রয়েছে, যা একটি রেসট্র্যাকের উচ্চ-গতির শক্তি থেকে অনুপ্রেরণা নেয়। ফোনগুলিতে উন্নত ইউজার এক্সপেরিয়েন্সের জন্য কাস্টমাইজড আইকনগুলিও থাকবে৷ এছাড়াও, ডিভাইসগুলি একটি কাস্টমাইজড রিটেইল বক্সের সাথে কিছু বিএমডাব্লিউ-থিমের গুডিও অফার করে।

Infinix Note 40 Pro 5G এবং Pro+ 5G-এর Racing Edition গুলির মূল স্পেসিফিকেশন রেগুলার মডেলের মতোই। এগুলিতে ফুলএইচডি+ 120 হার্টজ কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। উভয় ফোনেই দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর সহ 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে৷ এগুলি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ MediaTek Dimensity 7020 প্রসেসর দ্বারা চালিত। Pro মডেলে 45 ওয়াট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারি বিদ্যমান, যেখানে Pro+ ভ্যারিয়েন্টটি 100 ওয়াট চার্জিং সহ 4,600 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারিতে চলে৷ ডিভাইসগুলি 20 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।