Infinix Note 40S Appears On Google Play Console With Key Specs

Infinix Note 40S: নতুন স্মার্টফোন আনছে ইনফিনিক্স, নজর কেড়ে নেবে কার্ভড ডিসপ্লে

ইনফিনিক্স সম্প্রতি Infinix Note 40 সিরিজের Racing Edition উন্মোচন করেছে। বর্তমানে ব্র্যান্ডটি এই লাইনআপের একটি নতুন মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা স্ট্যান্ডার্ড, Pro ভ্যারিয়েন্টের 4G এবং 5G সংস্করণ এবং একটি Pro+ 5G ভ্যারিয়েন্ট নিয়ে গঠিত হবে। আসন্ন ফোনটি Infinix Note 40S হবে বলে আশা করা হচ্ছে। এটিকে এখন গুগল প্লে কনসোল (Google Play Console) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। তালিকাটি ডিভাইসের মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে।

Infinix Note 40S ফোনটি Google Play Console প্ল্যাটফর্মে হাজির হয়েছে

X6850B মডেল নম্বর সহ ইনফিনিক্স নোট ৪০এস গুগল প্লে কনসোল (Google Play Console) ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ডেটাবেসে প্রকাশিত স্মার্টফোনের রেন্ডারটি একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট যুক্ত কার্ভড ডিসপ্লে প্রদর্শন করেছে। এর স্ক্রিনটি ১,০৮০x ২,৪৩৬ পিক্সেলের ডিসপ্লে রেজোলিউশন এবং ৪৮০ ডিপিআই স্ক্রিন ডেনসিটি অফার করবে।

গুগল প্লে কনসোলের লিস্টিং থেকে জানা গেছে যে, ইনফিনিক্স নোট ৪০এস ফোনে MediaTek MT6789 প্রসেসরটি থাকবে। এই চিপসেটটিতে দুটি কর্টেক্স-এ৭৬ কোর এবং ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর রয়েছে। আর গ্রাফিক্সের জন্য এটি মালি জি৫৭ জিপিইউ-এর সাথে যুক্ত। এই তথ্যগুলি নির্দেশ করে যে, ইনফিনিক্স নোট ৪০এস মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হবে। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম অফার করবে বলেও জানা গেছে, তবে লঞ্চের সময় এর অন্যান্য বিকল্পও বাজারে আসতে পারে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। এগুলি ছাড়া, ইনফিনিক্স নোট ৪০এস সম্পর্কে সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে আর কোনও তথ্য জানা যায়নি। তবে শীঘ্রই অন্যান্য সার্টিফিকেশন এবং অনলাইন রিপোর্টের মাধ্যমে ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, ইনফিনিক্স সম্প্রতি ফিলিপাইনের বাজারে Infinix Note 40 5G ফোনটি লঞ্চ করেছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে উপস্থিত রয়েছে। ডিভাইসটি ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ MediaTek Dimensity 7020 প্রসেসরে চলে। স্মার্টফোনটিতে ৩৩ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। Infinix Note 40 5G ফোনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, যা ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের লেন্সের সাথে ‘অ্যাক্টিভ হ্যালো’ (Active Halo) এলইডি লাইট দ্বারা গঠিত।