প্রথম সেলে বাম্পার ডিসকাউন্টে Infinix Smart 7, মাত্র 7299 টাকায় ডুয়েল ক্যামেরা ও 6000mAh ব্যাটারি

প্রথম সেলে Infinix Smart 7 ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফ্লাট ২৭% বা ২,৭০০ টাকা ছাড়ের সাথে মাত্র ৭,২৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে

গত ২২শে ফেব্রুয়ারি Infinix ভারতে Infinix Smart 7 স্মার্টফোন উন্মোচন করছিল। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি এটি ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে ফোনটির সাথে একাধিক আকর্ষণীয় অফার পাওয়া যাব, যার দৌলতে এই নয়া এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটকে ৬০০ টাকারও কমে বাড়ি নিয়ে আসা যাবে। বিশেষত্বের কথা বললে, এই 4G ফোনে – HD+ ডিসপ্লে প্যানেল, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিন, রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ৬,০০০ এমএএইচের বড় ব্যাটারি বিদ্যমান। আবার সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এটি প্রিমিয়াম লুক এবং র‍্যাম এক্সপেনশন ফিচারের সুবিধা অফার করে। চলুন Infinix Smart 7 স্মার্টফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৭ স্মার্টফোনের দাম ও সেল অফার (Infinix Smart 7 smartphone price and sale offers in india)

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৭ স্মার্টফোনের এমআরপি (MRP) ৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। তবে প্রথম সেলে এটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ফ্লাট ২৭% বা ২,৭০০ টাকা ছাড়ের সাথে মাত্র ৭,২৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এটিকে – অ্যাজুর ব্লু, এমেরাল্ড গ্রীন এবং নাইট ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

আবার এই নতুন এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটকে ক্রেতারা যদি Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনেন তবে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। আবার কিস্তিতে টাকা শোধ করতে চাইলে মাসিক ২৫৭ টাকা ইএমআই অপশন উপলব্ধ। আর পুরোনো হ্যান্ডসেট আপগ্রেড করে এই নয়া স্মার্টফোন কিনলে ৬,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। এই পুরো এক্সচেঞ্জ বোনাস হস্তগত করতে পারলে ফোনটিকে প্রথম সেলেই কেবল ৫৪৯ টাকা খসিয়ে বাড়ি নিয়ে আসা যাবে।

ইনফিনিক্স স্মার্ট ৭ স্মার্টফোনের স্পেসিফিকেশন (Infinix Smart 7 smartphone specifications)

ইনফিনিক্স তাদের এই নয়া স্মার্টফোনকে প্রিমিয়াম ডিজাইনের সাথে নিয়ে এসেছে। ডিভাইসটির ব্যাক প্যানেলে ‘ইউনিক’ ওয়েভ প্যাটার্ন ডিজাইন লক্ষ্যণীয় এবং এটি সিলভার আয়ন স্প্রে কোটিং সহ আসার কারণে ৯৯% অ্যান্টি-ব্যাকটেরিয়াল রেট অফার করে। ফিচারের কথা বললে, নয়া ইনফিনিক্স স্মার্ট ৭ স্মার্টফোনে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক এসসি৯৮৬৩এ (Unisoc SC9863A) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিন দ্বারা চালিত। এই ডিভাইসে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান। যদিও সংস্থার দাবি অনুসারে, ফোনে ৩ জিবি পর্যন্ত র‍্যাম এক্সপেনশন ফিচার সাপোর্ট করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ইনফিনিক্স হ্যান্ডসেটে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। আর ডিভাইসের সামনে দেখা যাবে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার। প্রসঙ্গত নিরাপত্তার জন্য ডিভাইসটির পেছনে থাকা ক্যামেরা মডিউলের ঠিক পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।

তদুপরি, কানেক্টিভিটির জন্য এতে – ডুয়াল 4G VoLTE, ব্লুটুথ ৪.২, ডুয়াল সিম স্লট, একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Infinix Smart 7 স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থা দ্বারা শেয়ার করা অফিসিয়াল নোট অনুসারে, অধিকাংশ বিদ্যমান বাজেট ফোনের তুলনায় এটির ব্যাটারি প্রায় ২০% বড়।