10 হাজার টাকার কমে iPhone এর মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার সহ অনেক কিছু, আসছে নতুন অ্যান্ড্রয়েড ফোন

একটা সময় ছিল যখন ডায়নামিক আইল্যান্ড (dynamic island) ফিচার শুধুমাত্র Apple এর iPhone-এই পাওয়া যেত। কিন্তু সম্প্রতি এই বিশেষ ডিসপ্লে বৈশিষ্ট্য একাধিক অ্যান্ড্রয়েড মোবাইলেও উপলব্ধ।…

একটা সময় ছিল যখন ডায়নামিক আইল্যান্ড (dynamic island) ফিচার শুধুমাত্র Apple এর iPhone-এই পাওয়া যেত। কিন্তু সম্প্রতি এই বিশেষ ডিসপ্লে বৈশিষ্ট্য একাধিক অ্যান্ড্রয়েড মোবাইলেও উপলব্ধ। এমনকি বেশ কয়েকটি বাজেট-রেঞ্জের হ্যান্ডসেটেও এখন এই প্রিমিয়াম ফিচার অফার করা হচ্ছে। এবার টেক ব্র্যান্ড Infinix -ও এমন একটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে যাতে ডায়নামিক আইল্যান্ড অনুপ্রাণিত একটি নতুন নচ ফিচার থাকবে। আপকামিং ডিভাইসটি হল Infinix Smart 8 HD। এটি ১০,০০০ টাকারও কমে লঞ্চ হবে এবং Infinix Smart 7 সিরিজের সাক্সেসর ভার্সন হিসাবে আসবে। এই স্মার্টফোন পূর্বসূরির তুলনায় একাধিক আপগ্রেডেড ফিচারের সাথে আসবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে Infinix Smart 8 HD ফোনের ডিজাইন সহ বেশকয়েকটি বিশেষত্ব উল্লেখ আছে।

প্রসঙ্গত, ডায়নামিক আইল্যান্ড ফিচার নিয়ে মোবাইল ব্যবহারকারীদের এতো মাতামাতির কারণ, এই ফিচার ডিসপ্লে নচের মধ্যেই – ইনকামিং কল, নোটিফিকেশন, অডিও প্লেব্যাক কন্ট্রোল সহ নানাবিধ তথ্য প্রদর্শন করে। একই সাথে অ্যাপ ব্যবহার করে ভয়েস কলের উত্তর দেওয়া বা অ্যালার্ম মিউট করার মতো কাজ ওয়ান-ট্যাপে করতে দেয়।

এদিকে সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ইনফিনিক্স তাদের আপকামিং স্মার্ট ৮ এইচডি স্মার্টফোনে আরো ভালো ইউজার এক্সপিরিয়েন্স প্রদানের জন্য ‘ম্যাজিক রিং’ (Magic Ring) নামের একটি বিশেষ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করতে চলেছে। এটি হল ডায়নামিক আইল্যান্ড অনুপ্রাণিত একটি নতুন নচ স্টাইল ফিচার। সর্বোপরি এই প্রথমবার কোনো স্মার্ট-সিরিজের ডিভাইসে এই ফিচারটি অফার করা হবে। দেখতে গেলে, ইনফিনিক্সের কোনো এন্ট্রি-লেভেল ফোনে এই বৈশিষ্ট্যটি উপলব্ধ নেই।

ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি স্মার্টফোনে যে ম্যাজিক রিং ফিচার অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে তা ডায়নামিক আইল্যান্ড ফাংশনালিটির অনুরূপ সুযোগ-সুবিধা তো অফার করবেই। পাশাপাশি এটি আরো বেশ কয়েকটি অতিরিক্ত ফাংশনের সুবিধাও নিয়ে আসবে। যেমন এই নচ – ফেস আনলক এনাবেলিং, ব্যাকগ্রাউন্ড কল পরিচালনা করা, চার্জিং অ্যানিমেশন প্রদর্শন করা এবং চার্জিং সম্পূর্ণ হলে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানোর মতো কাজ করতে সক্ষম বলে জানা যাচ্ছে।

ইনফিনিক্স তাদের এই আসন্ন এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটটি আকর্ষণীয় ডিজাইনের সাথে নিয়ে আসবে বলে দাবি করা হচ্ছে। একই সাথে, Infinix Smart 8 HD স্মার্টফোনের ফিচারগুলি যাতে ব্যবহারকারীদের চাহিদা পূরণে সক্ষম হয় সেই দিকেও যথেষ্ট খেয়াল রাখছে সংস্থাটি। এছাড়া খবর পাওয়া যাচ্ছে, কথিত হ্যান্ডসেটটি আগামী ৮ই ডিসেম্বর আত্মপ্রকাশ করতে পারে।