১৩ জানুয়ারি ভারতে আসছে ৮ জিবি র‌্যাম ও iPhone এর মতো দেখতো ফোন, দাম থাকবে ৭,০০০ টাকার কম

আজ কাল অনেক মানুষই বিভিন্ন কাজের জন্য দুটি ফোন ব্যবহার করে থাকেন। তাই তারা সেকেন্ডারি স্মার্টফোন হিসেবে উন্নত ফিচার সহ বাজেট ফোনের খোঁজ করেন। আর…

আজ কাল অনেক মানুষই বিভিন্ন কাজের জন্য দুটি ফোন ব্যবহার করে থাকেন। তাই তারা সেকেন্ডারি স্মার্টফোন হিসেবে উন্নত ফিচার সহ বাজেট ফোনের খোঁজ করেন। আর আপনিও যদি সেকেন্ডারি স্মার্টফোন হিসেবে ব্যবহার করার জন্য একটি বাজেট ফোন কিনতে চান, তাহলে আর কিছুদিন অপেক্ষা করে যান।

কারণ, সম্প্রতি নাইজেরিয়ার বাজারে Infinix তাদের লেটেস্ট স্মার্টফোন Smart 8 লঞ্চ করেছে। আর মনে করা হচ্ছে ভারতে আগামী ১৩ই জানুয়ারি Infinix Smart 8 লঞ্চ হতে পারে। তবে, মজার ব্যাপার হল সংস্থাটি এই ডিভাইসটির কোনো দাম প্রকাশ করেনি। তবে অনুমান করা হচ্ছে Infinix-এর এই বাজেট ফোনটির দাম ভারতে ৭,০০০ টাকার নিচে হতে পারে।

Infinix Smart 8-এর ফিচার ও স্পেসিফিকেশন

ইনফিনিক্স স্মার্ট ৮ এর গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত। তবে ভারতীয় ভার্সনে দেওয়া হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শুটার সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার ভারতীয় ভ্যারিয়েন্টে মাল্টিটাস্কিং ক্ষমতা বৃদ্ধির জন্য ৪ জিবি র‌্যামের সাথে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম থাকবে। আর ইন্টারনাল স্টোরেজ হিসেবে দেওয়া হবে ৬৪ জিবি রম। তবে, বাকি ফিচারস গ্লোবাল ভ্যারিয়েন্টের মতই থাকবে।

ফিচার এর কথা বলতে গেলে, Infinix Smart 8 ডিভাইসে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও, এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, ৫০০০ এমএএইচ ব্যাটারি, সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস লক ফিচার। আবার, কানেক্টিভিটির জন্য ডিভাইসটিতে আছে ডুয়েল ব্যান্ড সাপোর্ট, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ সি ২.০ পোর্ট সহ ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি।