Infinix Zero 40 5G 4G Specs Render Leak EEC Geekbench Listing

100W ফাস্ট চার্জ, 512GB স্টোরেজ, আর কী চাই! Infinix Zero 40 5G ও 4G আসছে শীঘ্রই

Infinix Zero 40 5G এবং Infinix Zero 40 4G ফোনটি আগামী মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। যদিও কোম্পানির তরফে এই হ্যান্ডসেটগুলির সম্পর্কে কোনও তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এগুলির একাধিক স্পেসিফিকেশন অনলাইনে প্রকাশিত হয়েছে। এক টিপস্টার দাবি করেছে যে, Infinix Zero 40 ফোনের 5G এবং 4G ভ্যারিয়েন্টগুলিকে সম্প্রতি সার্টিফিকেশন এবং বেঞ্চমার্কিং সাইটগুলিতে দেখা গেছে। এই লিস্টিংগুলি আসন্ন স্মার্টফোন দুটির কিছু প্রধান বৈশিষ্ট্য সামনে এনেছে৷ Infinix Zero 40 5G এবং Infinix Zero 40 4G কি কি অফার করতে পারে, আসুন জেনে নেওয়া যাক।

Infinix Zero 40 5G, Infinix Zero 40 4G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার প্যাশনেটগিকজ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (EEC) ওয়েবসাইটে ইনফিনিক্স জিরো ৪০ ৫জি এবং ইনফিনিক্স জিরো ৪০ ৪জি হ্যান্ডসেট দুটিকে দেখা গেছে। 5G এবং 4G ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে X6861 এবং X6860 মডেল নম্বর বহন করে৷ রিপোর্টে যোগ করা হয়েছে যে উভয় হ্যান্ডসেটই ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে।

ইনফিনিক্স জিরো ৪০ ৫জি মডেলে ১২ জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইনফিনিক্স জিরো ৪০ ৪জি ফোনটিকে সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছে, যা নিশ্চিত করেছে যে ফোনটিতে ৮ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Infinix Zero 40 ফোনের 5G ভ্যারিয়েন্ট ১০০ ওয়াট পর্যন্ত ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। Zero 40 সিরিজের স্মার্টফোনগুলি সম্পর্কে আরও বিশদ তথ্য আগামী দিনে সামনে আসতে পারে। প্যাশনেটগিকজ একটি ইমেজও শেয়ার করেছে, যা আসন্ন Infinix Zero 40 5G মডেলের ডিজাইন তুলে ধরেছে। পূর্ববর্তী Infinix Zero 30 5G ফোনের মতো আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা আইল্যান্ডের পরিবর্তে, Infinix Zero 40 5G তে বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল দেখা গেছে। Infinix Zero 40-এর 5G এবং 4G ভ্যারিয়েন্ট বর্তমান প্রজন্মের Infinix Zero 30 5G এবং Zero 30 4G মডেলের তুলনায় একাধিক আপগ্রেডের সাথে আসবে বলে আশা করা হচ্ছে।

Infinix Zero 30 5G এবং Infinix Zero 30 4G ফোনের স্পেসিফিকেশন

Infinix Zero 30 5G হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8020 প্রসেসর, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এটিকে আইপি৫৩ (IP53) রেটেড বিল্ড এবং ৬.৭৮ ইঞ্চির ১৪৪ হার্টজ ফুল-এইচডি+ কার্ভড অ্যামোলেড (AMOLED) স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছে৷ ফটোগ্রাফির জন্য, এতে ১০৮ মেগাপিক্সেলের মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

অন্যদিকে, Infinix Zero 30 4G ফোনটি ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন এবং MediaTek Helio G99 চিপসেট সহ এসেছে৷ ফোনটি ৫জি ভ্যারিয়েন্টের মতো একই রকম ক্যামেরা এবং ব্যাটারি স্পেসিফিকেশন অফার করে, কিন্তু ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ।