আকর্ষণীয় ডিজাইন সহ দুর্দান্ত ফিচার, Infinix Zero 5G 2023 এর Ant-Man এডিশন বাজারে আসছে

আগামী ৪ঠা ফেব্রুয়ারি Infinix Zero 5G 2023 ভারতে লঞ্চ হতে চলেছে। তবে আলোচ্য মডেলটির আনুষ্ঠানিক লঞ্চের আগেই, ব্র্যান্ডটি দ্বিতীয়বারের জন্য মার্ভেল স্টুডিওস (Marvel Studios) -এর সাথে অংশীদারিত্ব করে এটির একটি ‘স্পেশাল’ এডিশন নিয়ে আসার ঘোষণা করেছে। জানা গিয়েছে, আগামী ১৭ই ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা ‘Ant-Man and The Wasp: Quantumania’ সিনেমাটি উদযাপনের উদ্দেশ্যে Infinix Zero 5G 2023 স্মার্টফোনের একটি কাস্টমাইজড সংস্করণ বাজারে আনা হবে। প্রসঙ্গত গত বছর Note 12 Doctor Strange limited edition স্মার্টফোন ঘোষণার জন্য Infinix উক্ত আমেরিকা ভিত্তিক চলচ্চিত্র প্রযোজনা সংস্থার সাথে হাত মিলিয়েছিল।

লঞ্চ হতে চলেছে Infinix Zero 5G 2023 স্মার্টফোনের ‘Ant-Man and The Wasp: Quantumania’ কাস্টমাইজড এডিশন

সম্প্রতি প্রকাশ্যে আসা টিজার পোস্টার অনুসারে, ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ স্মার্টফোনকে একটি ডার্ক ব্লু রঙের কাস্টমাইজড বক্স সহ নিয়ে আসা হবে। এই রিটেল বক্সের মধ্যে আসন্ন ‘অ্যান্ট ম্যান’ সিনেমা এবং মার্ভেলস কমিক্সের অন্যতম প্রধান চরিত্র ‘ক্যাং দ্য কনকিউরর’ (Kang the Conqueror) -এর ফটো থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া, কাং (Kang) চরিত্রের ছবি দেওয়া একটি ট্রাম্প কার্ড এবং গোলাকৃতির ব্যাজও অন্তর্ভুক্ত করা হবে বক্সে। তবে ইনফিনিক্স তাদের এই আসন্ন ফোনটির সাথে কোনও অতিরিক্ত অ্যাক্সেসরিজ বা ব্যাক প্যানেল দেবে কিনা সেই বিষয়ে আমরা এখুনি নিশ্চিত নই। প্রসঙ্গত, স্মার্টফোনটি ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’ সিনেমার সাথে সম্পর্কিত কয়েকটি পরিবর্তিত ইউজার ইন্টারফেস (UI) এবং ওয়ালপেপার অফার করতে পারে।

লঞ্চের প্রাক-মুহূর্তেই Infinix Zero 5G 2023 স্মার্টফোনটিকে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে (Flipkart) তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে। যার দরুন এর কয়েকটি কী-ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেছে। এক্ষেত্রে মাইক্রোসাইট অনুসারে, ডিভাইসটি প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশিং সহ অরেঞ্জ কালারের বিকল্পে আসবে। ফোনের ব্যাক প্যানেলে উল্লম্বভাবে অবস্থিত ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে।

আবার এতে ৬.৭৮-ইঞ্চির কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর। স্টোরেজ হিসাবে মিলবে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম। যদিও লিস্টিং অনুসারে ফোনটি অতিরিক্ত ভাবে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। এছাড়া জানা যাচ্ছে, পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন Inifinix Zero 5G 2023 ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে।