Infinix Zero 5G 2023 বাজেটের মধ্যে দেবে সেরা ফিচার, দেখা গেল Bluetooth SIG সাইটে

গত ফেব্রুয়ারি মাসে, ইনফিনিক্স (Infinix) ভারতের পাশাপাশি অন্যান্য দেশের বাজারে তাদের Infinix Zero 5G হ্যান্ডসেটটি লঞ্চ করেছিল। এই ৫জি স্মার্টফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত এলটিপিএস এলসিডি প্যানেল, MediaTek Dimensity 900 প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির বাজারে সাথে এসেছে। বর্তমানে শোনা যাচ্ছে ইনফিনিক্স এর উত্তরসূরি মডেলটির ওপর কাজ করছে। আর এখন আপকামিং Infinix Zero 5G 2023-কে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে। এর নামটি দেখেই ধরে নেওয়া যায় যে, ডিভাইসটি আগামী বছর (২০২৩) লঞ্চ হতে চলেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Infinix Zero 5G 2023 উপস্থিত হয়েছে Bluetooth SIG-এর ডেটাবেসে

টিপস্টার মুকুল শর্মা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন সাইটে ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ ফোনটিকে খুঁজে পেয়েছেন। হ্যান্ডসেটটি X6815C মডেল নম্বর সহ ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। যথারীতি, তালিকায় ডিভাইসটির স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে, ফোনটির নাম অনুসারে এটি আগামী বছর লঞ্চ করা হবে বলেই মনে করা হচ্ছে। ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ সম্ভবত আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে।

প্রসঙ্গত, হ্যান্ডসেটটি সম্ভবত এর পূর্বসূরির মতোই একটি মিড-রেঞ্জ ফোন হিসেবে আসবে। ইনফিনিক্স এখনও জিরো ৫জি ২০২৩ সম্পর্কে কোনও বিবরণ নিশ্চিত করেনি। তবে, আশা করা যায় শীঘ্রই এর সম্পর্কে আরও তথ্য জানা যাবে। ততক্ষণ এই আসন্ন ফোনটি কি কি অফার করতে পারে সে সম্পর্কে ধারনা পেতে বিদ্যমান ইনফিনিক্স জিরো ৫জি-এর বৈশিষ্ট্যগুলি দেখা যেতে পারে।

ইনফিনিক্স জিরো ৫জি-এর স্পেসিফিকেশন – Infinix Zero 5G Specifications

Infinix Zero 5G-তে ফুল-এইচডি+ (২,৪৬০ x ১,০৮০ পিক্সেল) রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলটিপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ ৫জি প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ অভ্যন্তরীণ স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Infinix Zero 5G-এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ১৩ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর বর্তমান। আর সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Zero 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।