200MP ক্যামেরা যুক্ত দুর্ধর্ষ ফোন ভারতে লঞ্চের ঘোষণা করল Infinix, 12 মিনিটেই ফুল চার্জ

জনপ্রিয় বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স গত অক্টোবর মাসে Infinix Zero Ultra হ্যান্ডসেটটি উন্মোচন করেছিল। এটি এখনও পর্যন্ত এই ব্র্যান্ডের সবচেয়ে দামি ফোন। এই মিড-রেঞ্জ ডিভাইসটি সেগমেন্টের অন্যান্য মডেলের মতোই স্পেসিফিকেশন অফার করে। তবে, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট হল এর মূল হাইলাইট। Infinix Zero Ultra গ্লোবাল মার্কেটে পা রাখার পর থেকেই শোনা যাচ্ছে যে, এটি খুব শীঘ্রই ভারতের বাজারেও হাজির হবে। আর সেইমতো এখন, ইনফিনিক্সের তরফে ভারতীয় মার্কেটে Infinix Zero Ultra-এর লঞ্চের তারিখটি নিশ্চিত করা হয়েছে। চলতি মাসের দ্বিতীয়ার্ধেই এদেশে আত্মপ্রকাশ করবে সংস্থার এই প্রিমিয়াম ডিভাইসটি।

Infinix Zero Ultra ভারতে আসছে এই ডিসেম্বরেই

ইনফিনিক্সের ভারতীয় শাখার তরফে ঘোষণা করা হয়েছে যে, গত অক্টোবরে বিশ্ববাজারে উন্মোচিত ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনটি আগামী ২০ ডিসেম্বর ভারতে লঞ্চ করা হবে। ডিভাইসটি সম্ভবত ওইদিন বেলা ১২টার সময় অফিসিয়াল হবে। যেহেতু এই মিড-রেঞ্জ হ্যান্ডসেটটি ইতিমধ্যেই কিছু বাজারে উপলব্ধ রয়েছে, তাই এর বৈশিষ্ট্যগুলি আর অজানা নেই। চলুন তাহলে ভারতে আত্মপ্রকাশ করার আগে এর সকল স্পেসিফিকেশনগুলির ওপর একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

ইনফিনিক্স জিরো আল্ট্রা-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Infinix Zero Ultra Expected Specifications

ইনফিনিক্স জিরো আল্ট্রা-এ ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনের ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাট-আউট অবস্থান করছে এবং এটি ৯০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত যা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Infinix Zero Ultra-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সিস্টেমের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

এছাড়া, এই ইনফিনিক্স স্মার্টফোনটিতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। কিন্তু এতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ডুয়েল স্টেরিও স্পিকার নেই। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Zero Ultra ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর মাধ্যমে ফোন ১২ মিনিটে পুরো চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।

Ananya Sarkar

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

28 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

36 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

53 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

57 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago