Metaverse-এর আগমনে সুদিন ফিরতে চলেছে Jio, Airtel-এর

Metaverse প্রকল্পের দরুন লাভবান হতে পারে দেশের প্রধান দুই টেলিকম পরিষেবা সরবরাহকারী রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel)। সম্প্রতি একথা টেলিকম বিশেষজ্ঞদের মতামতে উঠে এসেছে। মেটাভার্সের আবির্ভাব ভবিষ্যতে মানুষের মধ্যে ডেটা চাহিদার পরিমাণ বৃদ্ধি করবে। এর ফায়দা ওঠাতে পারলে Airtel এবং Reliance Jio’র মুনাফা আগের থেকে বৃদ্ধি পাওয়া নিয়ে নিঃসংশয় থাকা যেতে পারে। যদিও টেলিকম বাজারের বর্তমান স্থিতি Airtel এবং Jio’র পক্ষে ততটাও অনুকূল নয়। ট্যারিফ মাশুল বৃদ্ধির ফলে চলতি সময়পর্বে আজ অজস্র গ্রাহক এই দুই সংস্থার পরিষেবা ত্যাগ করেছেন যা ট্রাইয়ের (TRAI) সাম্প্রতিক পরিসংখ্যানে মূর্ত হয়েছে।

এরইমধ্যে এয়ারটেল আবার জানিয়েছে ডেটার দাম বাড়ানোর ফলে ২০২১-২২ অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকে তাদের পরিষেবা ব্যবহারকারীদের মধ্যে মাসিক গড় গ্রাহক পিছু ডেটা খরচের হার হ্রাস পেয়েছে। এহেন পরিসংখ্যান যে এই অগ্রণী টেলকোর পক্ষে যথেষ্ট দুর্ভাবনার তা বলার অপেক্ষা রাখেনা।

Metaverse -এর আগমনে গ্রাহকদের ডেটা খরচ বাড়বে

তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবলে এয়ারটেলের খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ ডিজিটাল বিশ্বের কারবার পরবর্তীকালে আরো বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মেটাভার্সের আগমন গ্রাহকদের ডেটা খরচের হারে ব্যাপক বদল আনতে পারে। ফলে মাশুল বৃদ্ধি পেলেও গ্রাহকদের বাড়তি ডেটা চাহিদাকে কাজে লাগিয়ে এয়ারটেল এবং জিও ভবিষ্যতে কোটি কোটি টাকার মুনাফা ঘরে তুলতে পারবে বলে আমাদের অনুমান।

অবগতির জন্য জানিয়ে রাখি, মেটাভার্স একটি ডিজিটাল ইকোসিস্টেম যা অন্তর্জাল ব্যবহারকারীদের ভার্চুয়াল অভিজ্ঞতাকে অনেক উচ্চ স্তরে নিয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জনতার ইন্টারনেট আসক্তি আরো বৃদ্ধি পাবে। একইসাথে পাল্লা দিয়ে বাড়বে ডেটা খরচের পরিমাণ যাকে কাজে লাগিয়ে বেসরকারি টেলকোগুলি বিপুল পরিমাণ টাকা কামানোর স্বপ্ন দেখছে।

২০৩২ সালে ডেটা খরচের পরিমাণ ২০ গুণ বৃদ্ধি পাবে!

এদিকে ব্যাঙ্কিং প্রতিষ্ঠান Credit Suisse -এর মতে ২০৩২ সাল নাগাদ বিশ্বব্যাপী ডেটা খরচের পরিমাণ বর্তমানের তুলনায় ২০ গুণ বৃদ্ধি পাবে! এই খবর প্রকাশ্যে আসায় একাংশের মানুষ যারপরনাই বিস্মিত হয়েছেন। তবে এক্ষেত্রে অতিরিক্ত বিস্ময়ের কিছু নেই। Metaverse প্রকল্পের আবির্ভাবে ডেটা খরচের হারে উক্ত বদল আসা স্বাভাবিক। এর ফলে এয়ারটেল এবং জিও সর্বাপেক্ষা লাভবান হবে বলেও Credit Suisse স্পষ্ট করেছে।

মেটাভার্সের উপস্থিতি Reliance Jio ও Airtel -এর আয় বাড়ালেও, সেক্ষেত্রে টেলকোদ্বয় ঠিক কি পরিমাণ অর্থ ঘরে তুলবে সেটা এখনই বলা যাবেনা। তাই ক্রেডিট সুইসের পক্ষ থেকেও এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, আসন্ন 5G নেটওয়ার্ক মেটাভার্সের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে 6G পরিষেবা মেটাভার্সের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাবে।