Infinix Zero X, Zero X Pro, Zero X Neo অসাধারণ ক্যামেরা সহ লঞ্চ হল, জেনে নিন দাম ও ফিচার

Infinix Zero X, Infinix Zero X Pro, Infinix Zero X Neo ফোন তিনটি প্রত্যাশামতোই আজ লঞ্চ হল। ক্যামেরা সেন্ট্রিক এই স্মার্টফোনগুলি পেরিস্কোপ লেন্স সহ এসেছে,…

Infinix Zero X, Infinix Zero X Pro, Infinix Zero X Neo ফোন তিনটি প্রত্যাশামতোই আজ লঞ্চ হল। ক্যামেরা সেন্ট্রিক এই স্মার্টফোনগুলি পেরিস্কোপ লেন্স সহ এসেছে, যা অপটিক্যাল ও ৬০এক্স ডিজিটাল জুম অফার করবে। এছাড়া Infinix Zero X, Infinix Zero X Pro, Infinix Zero X Neo ফোনে ব্যবহার করা হয়েছে ইনফিনিক্সের নিজস্ব গ্যালিলিও অ্যালগরিদম ইঞ্জিন (Galileo Algorithm Engine)। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই ফোনগুলি দিয়ে চাঁদের হাই রেজোলিউশন ছবি ক্যাপচার করা যাবে। Infinix Zero X, Infinix Zero X Pro, Infinix Zero X Neo ফোনের অন্যান্য মুখ্য ফিচারের মধ্যে রয়েছে, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ডুয়েল সেলফি ফ্ল্যাশ। এই ফোনগুলির পাশাপাশি Infinix XE20, XE25 ট্রুলি ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড লঞ্চ করা হয়েছে।

Infinix Zero X, Infinix Zero X Pro, Infinix Zero X Neo এর দাম ও লভ্যতা

ইনফিনিক্স জিরো এক্স প্রো ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩১৯ ডলার, যা প্রায় ২৩,৫০০ টাকার সমান। আবার ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩৪৯ ডলার (প্রায় ২৪,৭০০ টাকা)। যদিও এছাড়া ইনফিনিক্স জিরো এক্স ও ইনফিনিক্স জিরো এক্স নিও ফোনের দাম কোম্পানি জানায়নি। তবে ফোন দুটি ৩০০ ডলারের (প্রায় ২২,০০০ টাকা) কাছাকাছি মূল্যে পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে।

ইনফিনিক্স জিরো এক্স প্রো ফোনটি তিনটি কালারে এসেছে- নেবুলা ব্ল্যাক, স্ট্যারি সিলভার ও টাস্কানি ব্রাউন। এদিকে ইনফিনিক্স জিরো এক্স নেবুলা ব্ল্যাক, স্ট্যারি সিলভার কালারে পাওয়া যাবে। যেখানে ইনফিনিক্স জিরো এক্স নিও নেবুলা ব্ল্যাক, স্ট্যারি সিলভার ও বাহামাস ব্লু কালারে উপস্থিত।

অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী Infinix Zero X, Infinix Zero X Pro, Infinix Zero X Neo ফোন তিনটি নাইজেরিয়া, কেনিয়া, ইজিপ্ট, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে পাওয়া যাবে।

Infinix XE20, XE25 ট্রুলি ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড দুটির দাম জানা যায়নি।

Infinix Zero X এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিরো এক্স ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯, রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এই ফোনে আর্ম মালি জি৭৬ এমসি৪ গ্রাফিক্স সহ মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ইনফিনিক্স জিরো এক্স ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ৩ জিবি এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট করবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Infinix Zero X ফোনের পিছনে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৬০এক্স পেরিস্কোপ লেন্স সহ ৮ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Zero X ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G LTE, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এক্সওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে।

Infinix Zero X Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিরো এক্স ফোনের মতো জিরো এক্স প্রো ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে ও আর্ম মালি জি৭৬ এমসি৪ গ্রাফিক্স সহ মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

এই ফোনেও বেস মডেলের মতো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত, তবে এর প্রাইমারি সেন্সর ১০৮ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Infinix Zero X Pro ফোনেও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এছাড়া বেস ও প্রো মডেলের অন্যান্য ফিচার একই।

Infinix Zero X Neo এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিরো এক্স নিও ফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০.৫:৯, রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সহ এসেছে। ইনফিনিক্স জিরো এক্স নিও ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে, Infinix Zero X Neo ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও পেরিস্কোপ লেন্স সহ ৮ মেগাপিক্সেল সেন্সর। ফোনের পাঞ্চ হোলের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Infinix XE20, XE25 ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স এক্সই২০ ট্রুলি ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডে ১০মিমি ড্রাইভার ও অটো পেয়ারিং ফিচার সহ ৬০ মিলি সেকেন্ডের ল্যাটেন্সি রেট পাওয়া যাবে। এটি চার্জিং কেস সহ ১০০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।

অন্যদিকে ইনফিনিক্স এক্সই২৫ ইয়ারবাডও একই প্লেব্যাক টাইম দিলেও, এতে গ্রাফিন ডায়াফ্রাম, ENC নয়েজ ক্যান্সলেশন ও সুপার লো ল্যাটেন্সি মোড উপস্থিত।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন