iPad Air (2022) ভারতে লঞ্চ হল শক্তিশালী M1 চিপ সহ, দাম ও কবে থেকে কিনতে পারবেন জেনে নিন

গতকাল (৮ মার্চ) অনুষ্ঠিত অ্যাপলের এবছরের প্রথম ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে বহুল প্রত্যাশিত iPhone SE (2022)-এর পাশাপাশি iPad Air (2022) ট্যাবলেটটির ওপর থেকেও পর্দা সরানো হয়েছে।…

গতকাল (৮ মার্চ) অনুষ্ঠিত অ্যাপলের এবছরের প্রথম ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে বহুল প্রত্যাশিত iPhone SE (2022)-এর পাশাপাশি iPad Air (2022) ট্যাবলেটটির ওপর থেকেও পর্দা সরানো হয়েছে। এই নতুন iPad Air অ্যাপলের M1 চিপসেট দ্বারা চালিত যা ইতিমধ্যেই iPad Pro মডেলগুলিতে উপলব্ধ রয়েছে এবং এই চিপটি ম্যাক কম্পিউটারগুলিরও একটি অংশ। নতুন চিপের পাশাপাশি, iPad Air (2022)-এ একটি আপগ্রেডেড ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে, যেটিতে সেন্টার স্টেজ সাপোর্ট করে। এই সফ্টওয়্যার ফিচারটি গত বছর iPad Pro এবং iPad mini-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল। তবে পঞ্চম-প্রজন্মের iPad Air ট্যাবে ২০২০-তে লঞ্চ হওয়া পূর্বসূরির মতো একই ডিজাইন দেখতে পাওয়া গেছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক নতুন iPad Air (2022) ট্যাবলেটটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি।

ভারতে আইপ্যাড এয়ার (২০২২)- এর মূল্য এবং লভ্যতা (iPad Air (2022) Price in India, Availability)

ভারতের বাজারে আইপ্যাড এয়ার (২০২২)-এর ৬৪ জিবি স্টোরেজের ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৪,৯০০ টাকা। অন্যদিকে ৬৪ জিবি স্টোরেজ সহ ওয়াই-ফাই+ সেলুলার ভ্যারিয়েন্টটি ৬৮,৯০০ টাকায় পাওয়া যাবে। নতুন আইপ্যাড এয়ার ট্যাবলেটের ২৫৬ জিবি স্টোরেজের ওয়াই-ফাই-ওনলি এবং ওয়াই-ফাই+ সেলুলার মডেলগুলিও বাজারে এসেছে, তবে এগুলির দাম এখনও প্রকাশ করা হয়নি।

আইপ্যাড এয়ার (২০২২) ট্যাবটি ব্লু, স্পেস গ্রে, স্টারলাইট, পিঙ্ক এবং পার্পল – এই পাঁচটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। আগামী ১৮ মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ২৯টি দেশে ডিভাইসটির বিক্রি শুরু হবে এবং ভারতে এবং অন্যান্য প্রাথমিক মার্কেটগুলিতে আগামী ১১ মার্চ, শুক্রবার থেকে এই নতুন মডেলটির প্রি-অর্ডার নেওয়া শুরু হবে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে আইপ্যাড এয়ার (২০২২)- এর দাম শুরু হচ্ছে ৫৯৯ ডলার (প্রায় ৪৬,১০০ টাকা) থেকে। এছাড়া, এটি ডিজাইনের দিক থেকে আগের প্রজন্মের আইপ্যাড এয়ার মডেলের সাথে সাদৃশ্যপূর্ণ।

আইপ্যাড এয়ার (২০২২)-এর স্পেসিফিকেশন (iPad Air (2022) Specifications)

আইপ্যাড এয়ার (২০২২)- এ ২,৩৬০x১,৬৪০ পিক্সেল রেজোলিউশন সহ ১০.৯ ইঞ্চির এলইডি ব্যাকলিট লিকুইড রেটিনা ডিসপ্লে আছে, যা ২০২০ সালে লঞ্চ হওয়া মডেলে প্রথম চালু করা হয়েছিল। এই ডিসপ্লেটি ৫০০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা, পি৩ (P3) ওয়াইড-কালার গ্যামট এবং সেইসাথে ট্রু টোন হোয়াইট ব্যালেন্স সাপোর্ট অফার করে। এছাড়াও, ডিসপ্লের ওপরে একটি অ্যান্টি-রিফ্লেক্টিভ আবরণও রয়েছে।

এই নতুন আইপ্যাড এয়ার টাচ আইডি সাপোর্ট সহ এসেছে, যা পাওয়ার/স্ট্যান্ডবাই বাটনের সাথে এম্বেড করা হয়েছে। এই ডিভাইসটি অ্যাপল এম১ অক্টা-কোর চিপ দ্বারা চালিত এবং এতে ৮ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। প্রসঙ্গত, এই ট্যাবলেটে এম১ চিপের উপস্থিতি আগের আইপ্যাড এয়ারের তুলনায় ৬০ শতাংশ দ্রুত সিপিইউ পারফরম্যান্স এবং দুইগুণ দ্রুত গ্রাফিক্স পারফরম্যান্স প্রদান করে বলে দাবি করেছে সংস্থা। এই ইন-হাউস চিপটি নেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রক্রিয়াকরণের জন্য অ্যাপল নিউরাল ইঞ্জিন সহ এসেছে।

Apple iPad Air (2022)-এ এফ/১.৮ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড রিয়ার ক্যামেরা উপস্থিত রয়েছে, যা পূর্বসূরিটিতেও উপলব্ধ ছিল। এই ক্যামেরাতে ফোকাস পিক্সেল সহ অটোফোকাস, প্যানোরামা (৬৩ মেগাপিক্সেল পর্যন্ত), স্মার্ট এইচডিআর৩, ফটো জিওট্যাগিং, অটো ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং বার্স্ট মোড ফিচারগুলিকে সাপোর্ট করে। এছাড়াও, এটি ২৪, ২৫, ৩০, এবং ৬০ এফপিএস (Frame Per Second) ফ্রেম রেটে ৪কে (4K) ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ক্যামেরাটিতে ১২০ এফপিএস বা ২৪০ এফপিএস-এ ১,০৮০পিক্সেলের স্লো-মোশন ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এছাড়া, নতুন iPad Air -এর সামনে একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা বর্তমান, যেটিতে মেশিন লার্নিং-ব্যাকড সেন্টার স্টেজ সাপোর্ট করে। এই ফিচারটি ফেসটাইম সহ অ্যাপগুলি ব্যবহার করার সময় ক্যামেরা ভিউ অ্যাডজাস্ট করতে সহায়তা করে। ক্যামেরাটি একটি এফ/২.৪ অ্যাপারচার সহ এসেছে যার ১২২ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ রয়েছে।

Apple iPad Air (2022) ট্যাবের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি (ঐচ্ছিক), ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫, জিপিএস/ এ-জিপিএস (কেবল সেলুলার সংস্করণে), এবং একটি ইউএসবি টাইপ-সি কানেক্টর৷ অনবোর্ড সেন্সরগুলির মধ্যে একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ব্যারোমিটার এবং একটি তিন-অ্যাক্সিসের অ্যাক্সিলোমিটার অন্তর্ভুক্ত রয়েছে। iPad Air (2022) আইপ্যাড ওএস ১৫ (iPadOS 15) অপারেটিং সিস্টেমে চলে।

অ্যাপলের পঞ্চম প্রজন্মের iPad Air অ্যাপল পেন্সিল (২য় প্রজন্ম) সাপোর্ট অফার করে, যাতে ব্যবহারকারীরা সহজেই স্কেচ আঁকতে পারে। একটি নোটবুকের মতো কম্পিউটিং অভিজ্ঞতা প্রদানের জন্য ফ্লোটিং ডিজাইন এবং বিল্ট-ইন ট্র্যাকপ্যাড ব্যবহার করে এই নতুন ট্যাবের ডিটাচেবল কীবোর্ডে ম্যাজিক কী-বোর্ড সাপোর্ট পাওয়া যাবে।

ব্যাটারি লাইফের ক্ষেত্রে, অ্যাপল দাবি করেছে যে iPad Air (2022) সারাদিনের জন্য ব্যাটারি লাইফ প্রদান করবে। এতে একটি ২৮.৬ওয়াটআওয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে যা ওয়াইফাই মডেলে ১০ ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং বা ভিডিও প্লেব্যাক প্রদান করতে পারে। অন্যদিকে, ওয়াই-ফাই+ সেলুলার ভ্যারিয়েন্টটি একবার চার্জে ৯ ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং প্রদান করে বলে দাবি করা হয়েছে। নতুন iPad Air (2022)-এর ইন-বিল্ট ব্যাটারিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এই ট্যাবের রিটেইল বক্সে একটি ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে।