Categories: Mobiles

আজই শেষ দিন, কোনো অফার ছাড়াই 19,999 টাকায় জনপ্রিয় iPhone, এখান থেকে কিনুন

আপনি যদি iPhone কেনার স্বপ্ন দেখে থাকেন, কিন্তু ব্যয়বহুল হওয়ার কারণে কিনতে অসমর্থ হন, তবে আপনার জন্য সুসংবাদ রয়েছে। iPhone এর একটি জনপ্রিয় মডেল বর্তমানে ২০ হাজার টাকারও কম দামে পাওয়া যাচ্ছে, তাও কোনো অফার ছাড়াই। আজ্ঞে হ্যাঁ! আইফোন প্রেমীদের জন্য লোভনীয় অফার দিচ্ছে রিনিউড স্মার্টফোন ব্র্যান্ড কন্ট্রোলজেড (ControlZ)। এই অফারে ক্রেতারা মাত্র ১৯,৯৯৯ টাকায় ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের রিনিউড iPhone 11 কিনতে পারবেন। সীমিত সময়ের এই অফারটি আজই শেষ হচ্ছে।

ControlZ থেকে iPhone 11 কিনলে কি কি পাবেন

  • ফোনের বক্সে রিনিউড iPhone 11 ছাড়াও ইউএসবি-সি থেকে লাইটনিং এবং ২০ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার পাওয়া যাবে।
  • জানিয়ে রাখি, কন্ট্রোলজেডের অভিজ্ঞ কর্মীরা iPhone 11 এর প্রত্যেকটি রিনিউড মডেল ভালোভাবে পরীক্ষা করেছে। পারফরম্যান্স ও লুকের দিক থেকেও মডেলগুলি একেবারেই নতুন।
  • ক্রেতাদের সুবিধার্থে ফোন ও অ্যাকসেসরিজের ওপর ১৮ মাসের ওয়ারেন্টি দিচ্ছে কন্ট্রোলজেড।
  • এছাড়াও, সংস্থাটি ইএমআই, বাই নাউ, পে লেটারের মতো বিকল্প প্রদান করছে।
  • শুধু তাই নয়, বিনামূল্যে শিপিং এবং কোনো সমস্যা হলে সাত দিনের মধ্যে ফোন রিপ্লেস করার সুবিধাও দিচ্ছে সংস্থাটি।

iPhone 11 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইফোন ১১ মডেলে আছে ৬.১ ইঞ্চি এলসিডি লিকুইড রেটিনা ডিসপ্লে, যা ১৭৯২×৮২৮ পিক্সেল রেজোলিউশন অফার করে। ফোনটি এ১৩ বায়োনিক প্রসেসরে চলে। এটি তিনটি স্টোরেজ অপশনে এসেছে – ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ১২ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেকেন্ডারি ক্যামেরা।

আর সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এতে রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। iPhone 11 আইপি৬৮ রেটিং সহ এসেছে এবং ফেসিয়াল রিকগনিশনের জন্য ট্রুডেপ্থ ক্যামেরা উপস্থিত। সাউন্ডের জন্য এতে রয়েছে স্টেরিও স্পিকার। ফোনটিতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.০, এনএফসি এবং জিপিএস সাপোর্ট রয়েছে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago