সস্তা iPhone 11 এর বিক্রি বন্ধের পথে Apple, জেনে নিন কারণ

Published on:

iPhone 11 Discontinued after Apple iPhone 14 Series launch

iPhone 14 সিরিজ আসার আগে অনেক বিদ্যমান আইফোন মডেলে বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে, যদি আপনি অর্থ সাশ্রয়ের জন্য একটি পুরানো মডেল কেনার পরিকল্পনা করেন, তবে সাবধান! কারণ Apple শীঘ্রই তাদের একটি আইফোন মডেল বন্ধ করতে পারে। রিপোর্ট অনুযায়ী, iPhone 11 এর বিক্রি খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। নতুন সিরিজ অর্থাৎ iPhone 14 বাজারে আসার কারণে পুরানো মডেল বন্ধ করতে চাইছে আমেরিকার টেক জায়ান্টটি। উল্লেখ্য, Apple প্রতি বছর নতুন আইফোন ঘোষণার সাথে সাথে পুরানো একটি মডেল বন্ধ করে দেয়। iPhone 8 এবং iPhone XR লঞ্চের তিন বছর পর বন্ধ করে দেওয়া হয়। এখন অর্থাৎ ২০২২ সালে, সংস্থাটি iPhone 11 এর সাথে এই কাজ করতে পারে। আর এই রিপোর্ট সত্যি হলে, iPhone SE 3 এর পর iPhone 12 হয়ে উঠবে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের আইফোন, যাতে 5G কানেক্টিভিটি সাপোর্ট করে।

তবে এখন পর্যন্ত অ্যাপল আনুষ্ঠানিকভাবে আইফোন ১১ বন্ধের বিষয়ে কোনো ঘোষণা করেনি। তবে আপনি যদি ফোনটি কেনার পরিকল্পনা করে থাকেন তবে কয়েক সপ্তাহ অপেক্ষা করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। জানিয়ে রাখি, ২০১৯ সালে লঞ্চ হয়েছিল আইফোন ১১।

কমপক্ষে তিন বছর ধরে বিক্রি করা হয় iPhone মডেল

অ্যাপল সাধারণত একটি আইফোন মডেলের বিক্রি তিনবছর ধরে চালিয়ে যায়। আইফোন এক্সআর এর উৎপাদন গত বছর আইফোন ১৩ সিরিজ লঞ্চের সাথে সাথে বন্ধ করা হয়। আপনি হয়তো এখনও ফ্লিপকার্টে মডেলটি দেখতে পাবেন, তবে স্টক শেষ হয়ে গেলে এটি আর পাওয়া যাবে না। এই পরিস্থিতিতে, আশা করা হচ্ছে যে অ্যাপল, আইফোন ১১ এর সাথে একই কাজ করতে পারে। আর পুরানো এলসিডি স্ক্রিন, পুরানো ক্যামেরা সেন্সর এবং পুরানো ডিজাইনের সাথে, আইফোন ১১ কে কোনোভাবেই ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা যায় না, কারণ এর দাম প্রায় ৫০,০০০ টাকা। এই মূল্যে এখন অনেক ফ্ল্যাগশিপ ফোন বাজারে উপস্থিত। তাই এটির উৎপাদন চালিয়ে যাওয়া মোটেও যুক্তিযুক্ত নয়।

iPhone 11 ফোনে 5G সাপোর্ট করে না

বিশ্বব্যাপী 5G স্মার্টফোনের চাহিদা হু হু করে বাড়ছে, আর উল্টোটা দেখা যাচ্ছে 4G ফোনের ক্ষেত্রে। সেক্ষেত্রে iPhone 11 যেহেতু একটি 4G ফোন, তাই এর চাহিদা কমবে এটাই স্বাভাবিক। এই কারণেই সম্ভবত Apple এই সিদ্ধান্ত নেবে। জানিয়ে রাখি, iPhone 11 বন্ধ করার সাথে সাথে Apple এর উত্তরসূরী iPhone 12 এর দাম কমাতে পারে।

সঙ্গে থাকুন ➥