লঞ্চের আগেই ফাঁস Redmi Note 9 5G এর ফিচার, থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা ও বড় ব্যাটারি

কয়েকদিন আগেই জানা গেছে Xiaomi, তাদের Redmi Note 9 সিরিজের আরও তিনটি ফোন লঞ্চ করবে। এর একটি হবে Redmi Note 9 5G High Edition এবং আরেকটি হবে Redmi Note 9 5G। যদিও অন্য ফোনটির নাম এখনও জানা যায়নি। প্রথম দুটি ফোনকে ইতিমধ্যেই চীনের সার্টিফিকেশন TENAA তে দেখা গেছে। এছাড়াও আজ একজন টিপ্সটার Redmi Note 9 5G ফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। যেখান থেকে জানা গেছে এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ (Dimensity 800U) প্রসেসর সহ আসবে।

চীনা টিপ্সটার অনুযায়ী, রেডমি নোট ৯ ৫জি ফোনে থাকবে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি। যার পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০ এবং আসপেক্ট রেশিও ২০:৯। আবার এর ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল। Redmi Note 9 5G ফোনটি ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর সহ আসবে।

আবার ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে থাকবে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। আবার সামনে থাকবে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সাথে থাকবে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি। যদিও এছাড়াও এই ফোন সম্পর্কে আর কিছু জানা যায়নি।

এদিকে ডিজিটাল চ্যাট স্টেশন থেকে জানা গেছে, Redmi Note 9 High Edition কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর সহ আসবে। এতে ৪,৮২০ এমএএইচ ব্যাটারি থাকবে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার এই ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরার সাথে আসবে। যার প্রাইমারি ক্যামেরা হবে বিশ্বের প্রথম Samsung এর HM2 ১০৮ মেগাপিক্সেল সেন্সর। ফোনটির সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।।