৪০ হাজার টাকা ছাড়, এত কমে iPhone 12 কেনার সুযোগ হাতছাড়া করবেন না

Apple iPhone ডিভাইস ক্রয় করা অনেকেরই সামর্থের বাইরে থাকে। কিন্তু অনলাইন শপিং সাইটগুলির অফারের দৌলতে প্রিমিয়াম ফোনগুলি কখনও কখনও অনেক কমে কেনা সম্ভব হয়। এখন যেমন ই-কমার্স সাইট Amazon, Apple iPhone 12 মডেলের বেস ভ্যারিয়েন্টের উপর ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার মিলিয়ে মোট ৪০,৩০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। যার দরুন ৬৫,৯০০ টাকা দামের এই আইফোনকে ৩৬,০০০ টাকারও কম খরচ করে কিনে নিতে পারবেন আপনি। চলুন ১২তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলকে Amazon -এ কি কি অফরের সাথে তালিকাভুক্ত করা হয়েছে তা দেখে নেওয়া যাক।

Amazon থেকে অনেক কমে কিনে ফেলুন Apple iPhone 12

অ্যাপল আইফোন ১২ -এর ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের প্রকৃত মূল্য ৬৫,৯০০ টাকা। কিন্তু ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এটিকে কিনলে আপনারা ফ্লাট ২৬% বা ২৭,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যার পর এটিকে কিনতে খরচ করতে হবে মাত্র ৪৮,৯০০ টাকা। আর পুরোনো মোবাইল আপগ্রেড করে এই আইফোনটি কিনলে ১৩,৩০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু প্রাপ্ত করতে পারলে আইফোন ১২ -কে মাত্র ৩৫,৬০০ টাকায় কিনে নেওয়া যাবে।

Apple iPhone 12 এর ফিচার

আইফোন ১২ স্মার্টফোনে একটি-৬.১ ইঞ্চির এইচডি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে এ১৪ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি আইওএস ১৪ ওএস ভার্সনে রান করবে। ছবি তোলার জন্য জন্য, ১২তম প্রজন্মের এই আইফোনে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

এই ক্যামেরাগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সেলফি তোলার জন্য এতে পাওয়া যাবে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর। অ্যাপলের এই হ্যান্ডসেট MagSafe চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।