ফের দাম কমলো iPhone 12 এর, এত কমে এই প্রথম কেনার সুযোগ

দূর্গাপূজা বা দীপাবলিতে iPhone এর দাম অনেকটাই কমানো হয়েছিল। তবে ফেস্টিভ সেল চলে গেলেও, ফের এখন Apple এর প্রিমিয়াম ফোনগুলি সস্তায় পাওয়া যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, ই-কমার্স সাইট Amazon থেকে এখন অনেক কম দামে কেনা যাবে iPhone 12। সমস্ত অফারের লাভ ওঠাতে পারলে, এই ফোনের বেস মডেল পকেটে পুড়তে ব্যয় করতে হবে মাত্র ৩৫,৯৪৯ টাকা। আসুন iPhone 12 এর উপর কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

iPhone 12 এর দাম ও অফার

অ্যামাজনে আইফোন ১২ এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯০০ টাকার পরিবর্তে ৪৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৫৪,৯০০ টাকা। এছাড়া ৬৪,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।

এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারও রয়েছে। পুরানো ফোন বদলে আইফোন ১২ নেওয়ার সময় ১৪,০৫০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, যারপর ফোনটির তিনটি ভ্যারিয়েন্টের দাম কমে যথাক্রমে হবে ৩৫,৯৪৯ টাকা, ৪০,৮৫০ টাকা ও ৫০,৮৫০ টাকা। এছাড়া এই ফোনের ইএমআই শুরু হবে ২,৩৮৪ টাকা থেকে।

এদিকে ফ্লিপকার্ট আইফোন ১২ এর ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে ৫৫,৯৯০ টাকায়, ৬০,৯৯০ টাকায় ও ৬৯,৯৯০ টাকায় বিক্রি করছে। তবে সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে আরও ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সাথে রয়েছে ১৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট।