বদলে যাবে ফোন, এভাবে Google Gemini কে বানান আপনার ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট

গুগল তাদের Gemini অ্যাপের সাথে ডুয়েট এআই বৈশিষ্ট্য যোগ করেছে এবং তারা জেমিনি আল্ট্রা ১.০ ডেভেলপ করেছে, যা এখনও পর্যন্ত সংস্থার সবচেয়ে উন্নত এবং শক্তিশালী এআই মডেল

সম্প্রতি Google তাদের Bard চ্যাটবটের নাম পরিবর্তন করে Gemini রেখেছে। এছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Gemini নামে একটি নতুন অ্যাপও লঞ্চ করেছে সংস্থাটি। এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা সরাসরি এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে পারবেন এবং এটিকে তাদের ব্যক্তিগত ডিফল্ট অ্যাসিস্ট্যান্টও বানাতে পারবেন। গুগল তাদের Gemini অ্যাপের সাথে ডুয়েট এআই বৈশিষ্ট্য যোগ করেছে এবং তারা জেমিনি আল্ট্রা ১.০ ডেভেলপ করেছে, যা এখনও পর্যন্ত সংস্থার সবচেয়ে উন্নত এবং শক্তিশালী এআই মডেল।

আপনার ফোনে Gemini কে এভাবে বানান ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট

  • প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে Google Gemini লিখে সার্চ করুন।
  • এবার Gemini অ্যাপটি ইনস্টল করুন।
  • এবার Gemini অ্যাপটি ওপেন করে ‘গেট স্টার্ট’ এ ক্লিক করুন।
  • এরপর ‘পলিসি’ মেনে নিন।
  • এখন আপনি এটি ব্যবহার করতে পারেন এবং আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
  • তারপর Gemini কে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট বানাতে ডান পাশে উপরের দিকে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
  • এবার ‘সেটিংসে’ যান।
  • এবার ‘ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট’ অপশনে ক্লিক করুন।
  • এরপরে ‘ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট’ অপশন বেছে নিন।