৩১ হাজার টাকা পর্যন্ত ছাড়, সবচেয়ে সস্তায় iPhone 13, সীমিত সময়ের অফার

Apple -এর অফিসিয়াল রিটেল স্টোর Imagine নতুন বছর উপলক্ষে ‘2023 New Year’ সেলের আয়োজন করেছে। এই সেলের অংশ হিসাবে একাধিক Apple প্রোডাক্টকে ভারী ডিসকাউন্ট ও নানাবিধ অফারের সাথে বিক্রি করা হবে। যেমন ২০২১ সালে আত্মপ্রকাশ করা iPhone 13 -কে ৬৯,৯০০ টাকার পরিবর্তে এখন ৩৯,০০০ টাকারও কমে তালিকাভুক্ত করা হয়েছে সেলে। এক্ষেত্রে ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক কার্ড অফ, এক্সচেঞ্জ বোনাস এবং দীর্ঘমেয়াদি নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও পেয়ে যাবেন আপনারা। ফলে দেখতে গেলে একটি মিড-রেঞ্জের অ্যান্ড্রয়েড ফোনের দামে হাই-এন্ড ফিচার সমর্থিত ১৩তম প্রজন্মের আইফোন কেনা যথেষ্ট লাভজনক হতে পারে। চলুন Imagine আয়োজিত ‘2023 New Year Sale’ থেকে কি কি অফারের সাথে iPhone 13 মডেলকে কিনতে পারবেন তা এবার জেনে নেওয়া যাক।

Imagine স্টোর ঘোষিত New Year Sale থেকে সস্তায় কিনুন iPhone 13

ইমাজিন আয়োজিত ‘২০২৩ নিউ ইয়ার’ সেল চলাকালীন, ক্রেতারা ৬৯,৯০০ টাকা দামের আইফোন ১৩ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ডিসকাউন্ট সহ মাত্র ৩৮,৯০০ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে সেলে আইফোন ১৩ ফোনের সাথে ফ্লাট ৩,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর এর দাম কমে ৬৬,৯০০ টাকা হয়ে যাবে। অন্যান্য অফারের কথা বললে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড হোল্ডাররা ধার্য মূল্যের উপর ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন৷ অন্যদিকে, পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করলে ২০,০০০ টাকা পর্যন্ত ট্রেড-ইন ভ্যালু হস্তগত করা যাবে৷ শুধু তাই নয়, Imagine স্টোরে প্রতিটি ট্রেড-ইন ভ্যালু পিছু অতিরিক্ত ভাবে ৬,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও অফার করা হচ্ছে। অতএব এই পুরো ট্রেড-ইন ভ্যালু এবং ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টের পর আইফোন ১৩ মডেলটিকে মোট ৩১,০০০ টাকা ছাড় সহ মাত্র ৩৮,৯০০ টাকায় পকেটস্থ করা যাবে। জানিয়ে রাখি, যারা কিস্তিতে টাকা শোধ করতে চান তারা আলোচ্য আইফোন মডেলের সাথে ২৪ মাস পর্যন্ত বৈধতা সম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধা উপলব্ধ পেয়ে যাবেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, আইফোন ১৩ ফোনের ২৫৬ জিবি ভ্যারিয়েন্টকেও উল্লেখিত যাবতীয় অফারের সাথে মাত্র ৪৮,৯০০ টাকায় কেনা যাবে।

Apple iPhone 13 -এর স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, অ্যাপল আইফোন ১৩ মডেলে ৬.১-ইঞ্চির (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফাস্ট পারফরম্যান্স অফার করার জন্য এটি সংস্থার নিজস্ব ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ সহ এসেছে। ডিভাইসটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ১৩তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই রিয়ার সেন্সর-দ্বয় ৪কে (4K) ভিডিও শ্যুট করতে সক্ষম। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে স্মার্ট HDR টেকনোলজি সমর্থিত ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটি ৫জি এবং ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি বিকল্প সহ এসেছে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য iPhone 13 মডেলে ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।