iPhone 14 Yellow: এমন রং যা সবার নজর কাড়বে, Apple এর নতুন হলুদ আইফোন যেন নেশা

iPhone 14 এবং iPhone 14 Plus এর জন্য একটি নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করল Apple৷ এখন নতুন হলুদ রঙে পাওয়া যাবে আইফোনের দুই লেটেস্ট মডেল। এগুলি গত বছরের সেপ্টেম্বরে মিডনাইট, স্টারলাইট, (প্রোডাক্ট) রেড, ব্লু এবং পার্পল- এই পাঁচটি কালারে লঞ্চ করা হয়েছিল। ষষ্ঠ রঙের নয়া বিকল্পটি তিনটি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে। নতুন রঙ ছাড়া, iPhone 14 ইয়োলো অন্যান্য কালার অপশনগুলির মতো একই দাম এবং স্পেসিফিকেশনের সঙ্গে এসেছে। আসুন তাহলে ভারতে আইফোন ১৪, ১৪ প্লাস-এর নয়া কালার অপশনটি বিক্রয়ের তারিখ, দাম এবং স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

iPhone 14, 14 Plus এবার পাওয়া যাবে নতুন ইয়োলো কালার অপশনে

আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলিতে হলুদ রঙের বিকল্প উপলব্ধ নেই। অ্যাপল জানিয়েছে, এই কালারটি ভারতে পাওয়া যাবে। এমনকি ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য সহ ৬০টিরও বেশি দেশের গ্রাহকরা ১৪ মার্চ থেকে হলুদ আইফোন কিনতে পারবেন। ভারতে, প্রি-অর্ডার উইন্ডো আগামী ১০ ​​মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় খোলা হবে।

আইফোনের নতুন কালার অপশনের বেস ১২৮ জিবি স্টোরেজ বিকল্পটি ৭৯,৯০০ টাকায় পাওয়া যাবে। এটি ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ বিকল্পেও কেনা যাবে। ২৫৬ জিবি স্টোরেজ অপশনটির লঞ্চ মূল্য ৮৯,৯০০ টাকা, যেখানে ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯০০ টাকা।

iPhone 14-এর নতুন রঙের বিকল্পটি ডিজাইনের ফ্যাক্টরগুলি আরও ভালোভাবে প্রদর্শন করছে যা নতুন আইফোনটিকে বাকি লাইনআপ থেকে আলাদা করতে সাহায্য করে। তাছাড়া, যেহেতু iPhone 14-এর ডিজাইনটি iPhone 13 সিরিজের প্রায় অনুরূপ, তাই এটি দুটি সিরিজের মধ্যে পার্থক্য করতে আরও সাহায্য করবে।

এছাড়া, iPhone 14 সিরিজের হলুদ রঙের বিকল্পটিতে বাকি নন-প্রো লাইনআপের মতো একই হার্ডওয়্যার রয়েছে। অর্থাৎ এতে ২,৫৩২×১,১৭০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে রয়েছে, যেখানে 14 Plus ২,৭৭৮×১,২৮৪ পিক্সেলের রেজোলিউশনের সঙ্গে ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে রয়েছে। উভয় মডেলেই ফেস আইডি সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরে একটি নচ উপস্থিত রয়েছে। এই ডিসপ্লে ১,২০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা এবং এটি স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। iPhone 14 এবং 14 Plus উভয় মডেলই পাঁচ-কোর সমন্বিত জিপিইউ সহ এ১৫ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত। লেটেস্ট আইফোন মডেলগুলি আইওএস ১৬ (OS 16) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, iPhone 14 এবং iPhone 14 Pro মডেলগুলিতে সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট এবং এফ/১.৫ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া সেলফির জন্য, iPhone 14 এবং iPhone 14 Plus-এ অটোফোকাস সাপোর্ট সহ একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, iPhone 14 Plus-এ স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় বড় ব্যাটারি রয়েছে, যা অ্যাপলের দাবি অনুযায়ী, অন্যান্য আইফোনগুলির মধ্যে সেরা। এটি ২৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম।

অন্যদিকে, iPhone 14 ফোনটি ২০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করা হয়েছে। উভয় মডেলই ১৫ ওয়াট ম্যাগসেফ (MagSafe) চার্জিং, ২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। iPhone 14 সিরিজে হ্যান্ডসেটে জল এবং ধুলো প্রতিরোধের জন্য একটি আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে। ডিভাইসগুলি ক্র্যাশ সনাক্তকরণ এবং জরুরী এসওএস (SOS) সাপোর্ট করে।