Categories: Mobiles

অভিনব উদ্যোগ, সিটে বসে থাকলে বা হর্ন না বাজালে 3000 টাকা কমে পাওয়া যাবে iPhone 14

গত ৮ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে Flipkart Big Billion Day Sale। এইবার সেলের মার্কেটিংয়ের জন্য সংস্থাটি কয়েকটি অভিনব পদ্ধতি অবলম্বন করেছে। মনে করা হচ্ছে, এই কৌশলের মাধ্যমে তারা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাইছে। আসলে ই-কমার্স সংস্থাটি এবার বেশ কয়েকটি সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে। পাশাপাশি Flipkart, Big Billion Day Sale-এর খবর প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য Apple iPhone 14-এর উপর দেওয়া অফারের প্রতি একটু বেশি গুরুত্ব দিয়েছে।

ই-কমার্স জায়েন্টটি যে যে সংস্থার সাথে হাত মিলিয়েছে, তাদের মধ্যে বড় নাম হল Spicejet। সম্প্রতি, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে যে, স্পাইসজেটের স্ক্রু মেম্বাররা ফ্লাইট ছাড়ার আগে ফ্লিপকার্টের সেল সম্পর্কে ঘোষণা শুরু করেছে। আর সেখানে জানানো হয় যে যাত্রীরা ফ্লাইটে নিজের সিটবেল্ট বেঁধে সারাক্ষণ নিরাপদে বসে থাকবেন, তারা সেলের সময় iPhone 14-এ পেয়ে যাবেন অতিরিক্ত ৩০০০ টাকা ছাড়। যদিও, এই ঘোষণার ফলে ফ্লাইটের অধিকাংশ যাত্রী যথেষ্ট অবাক হয়ে যায়, তবে ফ্লাইট চলাকালীন বেশিরভাগ যাত্রীকেই তাদের সিটবেল্ট বেঁধে রাখতে দেখা যায়।

Flipkart এখানেই থেমে থাকেনি, তারা মুম্বাই পুলিশের সাথেও অংশীদারিত্ব করে শব্দ দূষণ প্রতিরোধ করার পাশাপাশি তাদের ক্রিয়েটিভ মার্কেটিং-এর মাধ্যমে গ্রাহকদের আকর্ষিত করেছে। সম্প্রতি মুম্বাই ফ্লাইওভারের বিলবোর্ডে ফ্লিপকার্টের পোস্টার দেখা যায়। আর সেই পোস্টারের মাধ্যমে সাধারণ মানুষকে এই বার্তা দেওয়া হয় যে, যদি গাড়ি চালক এই সিগন্যালে কোনো হর্ন না দেয়, তাহলে তারা সেলের সময় আইফোন ১৪-এর দামের উপর ৩০০০ টাকার ডিসকাউন্ট পাবে।

Apple iPhone 14-এর স্পেসিফিকেশন

Apple iPhone 14 মডেলে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ পর্যন্ত ভ্যারিয়েবল রেফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এই মডেলে ব্র্যান্ডটির নিজস্ব এ১৬ বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে। এ১৬ বায়োনিক চিপ গেমিং, ভিডিও এডিটিং এবং অগমেন্টেড রিয়ালিটির মতো একাধিক কাজ পরিচালনা করতে সক্ষম।

অন্যদিকে, আইফোন ১৪ স্মার্টফোনে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago