এবার হবে iPhone কেনার স্বপ্নপূরণ! Amazon গ্রেট সামার সেলে মিলছে 21,000 টাকা সস্তায়

গত ২ মে অ্যামাজন ইন্ডিয়ার প্ল্যাটফর্মে লাইভ হয়েছে অ্যামাজন গ্রেট সামার সেল (Amazon Great Summer Sale), যা আগামী ৭ মে পর্যন্ত চলবে। এই সেলে অন্যান্য…

গত ২ মে অ্যামাজন ইন্ডিয়ার প্ল্যাটফর্মে লাইভ হয়েছে অ্যামাজন গ্রেট সামার সেল (Amazon Great Summer Sale), যা আগামী ৭ মে পর্যন্ত চলবে। এই সেলে অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি ইলেকট্রনিক্স পণ্য গুলির ওপরও অনেকগুলি দুর্দান্ত ডিল রয়েছে। যেমন Samsung Galaxy Tab S6 Lite ট্যাবটিকে নো কস্ট ইএমআই অপশনে ব্যাপক ছাড় সহ পাওয়া যাচ্ছে। আর এবার, Apple iPhone 14 স্মার্টফোনটিকেও একটি আকর্ষণীয় অফার সহ তালিকাভুক্ত করা হয়েছে। আসুন ডিলটি সর্ম্পকে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Amazon Great Summer Sale: Apple iPhone 14 ফোনের ওপর বিশেষ ছাড়

বর্তমানে অ্যামাজনে অ্যাপল আইফোন ১৪ হ্যান্ডসেটের বেস ১২৮ জিবি মডেলটি মাত্র ৫৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটির লঞ্চ প্রাইস ছিল ৭৯,৯৯০ টাকা, ফলে এটি এখন ২১,০০০ টাকা সস্তা। তবে শুধু তাই নয়, গ্রাহকরা আইসিআইসিআই (ICICI) বা ওয়ানব্যাঙ্ক (One Bank) ক্রেডিট কার্ডের ইএমআই লেনদেনের মাধ্যমে ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। সুতরাং, সেল চলাকালীন আইফোন ১৪ ফোনটি মাত্র ৫৬,৯৯৯ টাকার কার্যকরী মূল্যে কেনা যাবে। যারা সম্পূর্ণ অর্থ প্রদান করতে চাইছেন, তাদের ৭৫০ টাকা ছাড়ও দেওয়া হচ্ছে।

জানিয়ে রাখি, অ্যাপল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজটি উন্মোচন করে। এই লাইনআপের স্ট্যান্ডার্ড মডেলটিতে ৬.১ ইঞ্চির এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে রয়েছে, যা ডলবি ভিশন, এইচডিআর ১০ এবং সর্বোচ্চ ১,২০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে৷ এই আইফোন মডেলে অ্যাপল এ১৫ বায়োনিক চিপসেটটি ব্যবহার করা হয়েছে। জল এবং ধুলো প্রতিরোধের জন্য, ফোনটিতে আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিস রয়েছে এবং অতিরিক্ত স্থায়িত্বের জন্য এটি একটি সিরামিক শিল্ড সহ এসেছে।

এই প্রাইস পয়েন্টে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Apple iPhone 14 যে একটি কঠিন প্রতিদ্বন্দ্বী, তাতে সন্দেহ নেই। তবে, উচ্চতর iPhone 14 Pro মডেলগুলিতে থাকা একাধিক হাই-এন্ড ফিচার এতে অনুপস্থিত। যারা কম মূল্যে একটি শালীন আইওএস (iOS) অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য এই ডিভাইসটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে, যা লেটেস্ট iPhone 15 সিরিজের মতো পকেটে টান ফেলবে না।