iPhone এর দাম 15,000 টাকা কমল, Android এর মায়া ত্যাগ করে কিনবেন নাকি

অ্যাপল (Apple) গত বছর সেপ্টেম্বর মাসে iPhone 14 সিরিজটি বিশ্ববাজারে লঞ্চ করেছিল। এই লাইনআপের অধীনে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Ultra – এই চারটি স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করে। আপনি যদি এই মুহূর্তে নতুন আইফোন মডেল কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। কারণ জনপ্রিয় ভারতীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ iPhone 14 এবং iPhone 14 Plus এর দাম ১৫,০০০ টাকা পর্যন্ত কমেছে। যে গ্রাহকরা iPhone 14 এবং iPhone 14 Plus কিনতে ইচ্ছুক তাদের জন্য এই প্রাইস কাট নিঃসন্দেহে একটি বড় ডিল। উভয় হ্যান্ডসেটেই অ্যাপলের ইন-হাউস A15 Bionic চিপসেট এবং একটি ডুয়েল ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে। এই দুটি ডিভাইসই ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ অফার করে। আসুন তাহলে ভারতের iPhone 14 এবং iPhone 14 Plus-এর নতুন দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে দাম কমলো Apple iPhone 14, iPhone 14 Plus মডেল দুটির

ফ্লিপকার্টে এখন, ১২৮ জিবি স্টোরেজ সহ বেস আইফোন ১৪ মডেলটি এখন ৬৫,৯৯৯ টাকায় কেনা যাবে, যেখানে আইফোন ১৪ প্লাস-এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম কমে হয়েছে ৭৪,৯৯৯ টাকা। এছাড়াও, ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, একটি এক্সচেঞ্জ অফারও উপলব্ধ রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করতে পারবেন এবং একটি নতুন আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস ক্রয়ে প্রায় ২১,৪০০ টাকা ছাড় পেতে পারেন৷

Apple iPhone 14, iPhone 14 Plus-এর স্পেসিফিকেশন

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস উভয়েরই ডিসপ্লের আকার ছাড়া প্রায় একই স্পেসিফিকেশন রয়েছে। আইফোন ১৪-এ ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড (XDR OLED) ডিসপ্লে রয়েছে, যেখানে আইফোন ১৪ প্লাস ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে সহ এসেছে৷ এছাড়া, এই নতুন আইফোনের ডিসপ্লে প্যানেলগুলি ১,২০০ নিট ব্রাইটনেস, এইচডিআর সাপোর্ট, আদর্শ ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেল দুটি ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত অ্যাপল এ১৫ বায়োনিক চিপসেট দ্বারা চালিত।

iPhone 14, এবং iPhone 14 Plus-এ এফ/১.৫ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ডুয়েল-ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত রয়েছে। সেলফি এবং ভিডিও কল করার জন্য, এই দুটি হ্যান্ডসেটই ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার ওপর নির্ভর করে। সফ্টওয়্যারের দিক থেকে, iPhone 14, এবং iPhone 14 Plus আইওএস ১৬ (iOS 16) অপারেটিং সিস্টেমে রান করে। এছাড়াও, এই আইফোন মডেলগুলিতে আইপি৬৮ (IP68) ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং, স্টেরিও স্পিকার এবং ব্লুটুথ ভি৫.৩ সাপোর্ট রয়েছে।