গর্বের খবর, Tata গ্রুপের হাত ধরে ভারতে তৈরি হবে Apple iPhone 15 ও iPhone 15 Plus

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে Tata গ্রুপ ভারতে Apple iPhone তৈরি করবে। এখন সেই জল্পনা আরও চরম সীমায় পৌঁছেছে।

প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple বিগত দুই-তিন বছর ধরেই ভারতে তাদের বহুমূল্য স্মার্টফোন অর্থাৎ iPhone তৈরি ও অ্যাসেম্বেলের কাজ চালাচ্ছে। তবে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর তাগিদে সংস্থাটি শীঘ্রই এদেশে তার পরবর্তী iPhone মডেলগুলি তৈরি করবে বলে সম্প্রতি শোনা যাচ্ছে। গত বছর সেপ্টেম্বরে লেটেস্ট iPhone 14 সিরিজের ওপর থেকে পর্দা সরায় Apple, যারপর কেটে গেছে ৬ মাসেরও বেশি সময়; চলতি বছরের সেপ্টেম্বরে তারা সম্ভবত আবার নতুন iPhone মার্কেটে আনবে। সেই জন্যই মার্কিনি কোম্পানিটি খুব তাড়াতাড়ি ভারতের মাটিতে আসন্ন iPhone 15 সিরিজের কিছু মডেল তৈরি শুরু করার কথা ভাবছে বলে মনে হচ্ছে, যেখানে iPhone 15 এবং iPhone 15 Plus মডেল ‘মেড ইন ইন্ডিয়া’ iPhone হিসেবে দেশীয় বাজারে উপলব্ধ হবে। এক্ষেত্রে Apple নিজের পরিকল্পনা পূরণের জন্য Tata গ্রুপের সঙ্গে পার্টনারশিপ করতে পারে – এই নিয়ে দীর্ঘ সময় ধরেই চর্চা চলছে।

ভারতেই তৈরি হবে পরবর্তী iPhone 15 এবং iPhone 15 Plus মডেল

ট্রেন্ডফোর্সের রিপোর্ট অনুযায়ী, চীনা কোম্পানি ফক্সকন (Foxconn), পেগাট্রোন (Pegatron) এবং লাক্সশেয়ারের (Luxshare) পর অ্যাপলের জন্য আইফোন তৈরির হাত হিসেবে কাজ করবে টাটা গ্রুপ, যা অ্যাপলের চতুর্থ অংশীদার কোম্পানি হবে। আর এক্ষেত্রে টাটা, অ্যাপলের পরবর্তী আইফোন ১৫-র বেস ভ্যারিয়েন্ট এবং আইফোন ১৫ প্লাস মডেল তৈরি করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, টাটা গোষ্ঠী, উইস্ট্রোনের (Wistron) ভারতীয় ম্যানুফ্যাকচারিং লাইন অধিগ্রহণের চুক্তি করতে চায় এমনটা শোনা যাচ্ছে অনেকদিন আগে থেকেই। এখন সেই কাজ সম্পূর্ণ হওয়ায় উইস্ট্রোন ভারতীয় বাজার থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তাই আগামীদিনে ভারতে আইফোন উৎপাদনের জন্য অ্যাপলের অন্যতম ভরসা হয়ে উঠবে টাটা।

iPhone 15 সিরিজে মিলবে এইসব ফিচার

অনুমান করা হচ্ছে যে, পরবর্তী অ্যাপল আইফোন ১৫ সিরিজের বেস মডেলে বায়োনিক এ১৬ (Bionic A16) প্রসেসর দেখা যাবে, যা গত বছর আইফোন ১৪ প্রো মডেলের সাথে চালু হয়েছিল। অন্যদিকে আসন্ন সিরিজের প্রো মডেলে লেটেস্ট চিপসেট দেবে কোম্পানি। এক্ষেত্রে আইফোন ১৫-র পেছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে বলে জল্পনা রয়েছে, যা নিঃসন্দেহে স্মার্টফোনগুলির ক্যামেরায় বড় আপগ্রেড। এছাড়া কোম্পানি এই প্রথমবার একটি আইফোন ‘আল্ট্রা’ মডেল লঞ্চ করতে পারে বলে অনেকে দাবি করছেন।