iPhone 14 Max নয়, iPhone 14 Plus নামে আসছে নয়া আইফোন মডেল

অ্যাপল (Apple) আগামী সপ্তাহেই বিশ্ববাজারে আনতে চলেছে তাদের পরবর্তী প্রজন্মের iPhone 14 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি। আগামী ৭ সেপ্টেম্বর আয়োজিত বিশেষ লঞ্চ ইভেন্টে এই বহু প্রতীক্ষিত হ্যান্ডসেটটিগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে যে, মার্কিন প্রযুক্তি সংস্থাটি তাদের কম্প্যাক্ট iPhone Mini মডেলের পরিবর্তে ৬.৭ ইঞ্চির বড় ডিসপ্লে সহ একটি নতুন iPhone 14 মডেল লঞ্চ করতে পারে। পূর্ববর্তী রিপোর্টগুলিতে এই মডেলটিকে iPhone 14 Max বলা হয়েছে। তবে, এখন এক টুইটার ব্যবহারকারী ম্যাগসেফের সাথে অ্যাপলের ক্লিয়ার কেসের ছবি ফাঁস করেছেন। আর এই কেসের প্যাকেজিংটি ইঙ্গিত করে যে, iPhone 14 Max নয়, নতুন মডেলটির নাম রাখা হয়েছে iPhone 14 Plus।

iPhone 14 Plus-ই কি হতে চলেছে আসন্ন আইফোন লাইনআপের নতুন সংযোজিত মডেল?

এক টুইটার ইউজার তার সাম্প্রতিক টুইটে কিছু ছবি শেয়ার করেছেন, যা আইফোন ১৪ ম্যাক্স নামের পরিবর্তে আইফোন ১৪ প্লাস ব্র্যান্ডিং সহ একটি ডিভাইসের ক্লিয়ার কেসের তালিকা এবং প্যাকেজিংটি প্রদর্শন করেছে।

আশা করা হচ্ছে, এই মডেলটি সেই সমস্ত ক্রেতাদের কাছে একটি জনপ্রিয় বিকল্প হবে, যারা তাদের আইফোনে বড় স্ক্রিন চাইছেন কিন্তু আনুমানিক ১,১০০ ডলার (প্রায় ৮৮,০০০ টাকা)-এরও বেশি মূল্যের আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর জন্য খরচ করতে ইচ্ছুক নন।

প্রসঙ্গত, ইন্ডাস্ট্রির সূত্রের উদ্ধৃতি দিয়ে এই দাবিটি পরে ৯টু৫ম্যাক (9to5Mac)-এর একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে যে, অ্যাপল নতুন ৬.৭ ইঞ্চির আইফোন মডেলের জন্য শেষ পর্যন্ত আইফোন ১৪ প্লাস নামটি বেছে নিয়েছে। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, কোম্পানি জুলাই মাসে আইফোন কেস নির্মাতাদের আইফোন ১৪ ম্যাক্স ব্র্যান্ডিংটি ব্যবহার না করার জন্য জানিয়েছিল।

এছাড়াও রিপোর্টে যোগ করা হয়েছে যে, পুরোনো iPhone 13-এর কেসগুলি সম্ভবত রেগুলার iPhone 14 হ্যান্ডসেটের সাথে ফিট করবে। আবার, সংস্থাটি iPhone 14 Pro মডেলের জন্য স্ট্যান্ডার্ড চার্জার হিসাবে তাদের নতুন ৩৫ ওয়াটের অ্যাডাপ্টারটি গ্রাহকদের কাছে পেশ করার জন্য আগ্রহী বলে জানা গেছে।

উল্লেখ্য, Apple আগামী ৭ সেপ্টেম্বরের জন্য একটি বিশেষ লঞ্চ ইভেন্ট নির্ধারণ করেছে, যেখানে তারা iPhone 14 লাইনআপটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনগুলিকে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের জল্পনা চলছে। যেমন একটি সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 14-এর মূল্য ৭৪৯ ডলার (প্রায় ৬০,০০০ টাকা) থেকে শুরু হতে পারে৷ আর iPhone 14 Max/ iPhone 14 Plus-এর প্রারম্ভিক মূল্য হতে পারে ৮৫৯ ডলার (প্রায় ৬৮,০০০ টাকা)।