নতুন iPhone 14 সিরিজের উপর ৫৮,৭৩০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, শুরু হল প্রি-অর্ডার

লঞ্চ হওয়ার ঠিক ৩ দিনের মাথায় অর্থাৎ আজ Apple iPhone 14 সিরিজের ভারতে প্রি-অর্ডার শুরু হল। তবে সবথেকে উল্লেখ্য বিষয়টি হল, ১৪তম প্রজন্মের এই নতুন আইফোন মডেলগুলিকে কেনার ক্ষেত্রে হাজারো টাকা সাশ্রয় করতে পারবেন আপনারা। কেননা সংস্থাটি আলোচ্য লাইনআপ অধীনস্ত iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেল চারটির সাথে ট্রেড-ইন (Trade-in) সুবিধা দিচ্ছে। যার মধ্যে, সিরিজের দুটি ‘Pro’ মডেল অর্থাৎ 14 Pro এবং iPhone 14 Pro Max -এর সাথে অবিশ্বাস্য ৫৮,৭৩০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু বা Apple -এর ভাষায় ট্রেড-ইন মানি হস্তগত করা যাবে। তবে উল্লেখিত পরিমাণ ট্রেড-ইন ভ্যালু পাওয়ার জন্য আপনার বিদ্যমান স্মার্টফোনটির বাহ্যিক অবস্থায় ভালো হওয়া আবশ্যক। নতুবা খুবই সামান্য টাকা অফার করা হবে। চলুন ট্রেড-ইন অফারের লাভ উঠিয়ে কীভাবে Apple Store থেকে আপনার পছন্দের iPhone 14 মডেল অগ্রিম বুক করবেন তার পদ্ধতি জেনে নেওয়া যাক এবার…

ভারতে Apple iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max -এর দাম

আইফোন ১৪ প্রো-এর ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টটি ১,২৯,৯০০ টাকায় কেনা যাবে। আর, এর ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি মডেলগুলির দাম যথাক্রমে ১,৩৯,৯০০ টাকা, ১,৫৯,৯০০ এবং ১,৭৯,৯০০ টাকা রাখা হয়েছে। হ্যান্ডসেটটি – স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং ডিপ পার্পল কালার অপশনে পাওয়া যাচ্ছে।

আর সিরিজের টপ-এন্ড মডেল আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর ১২৮ জিবি স্টোরেজ সহ বেস ভ্যারিয়েন্টের দাম থাকছে ১,৩৯,৯০০ টাকা। তবে এটির ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ মডেলগুলি পাওয়া যাবে যথাক্রমে ১,৪৯,৯০০০ টাকা, ১,৬৯,৯০০ টাকা এবং ১,৮৯,৯০০ টাকা মূল্যে। এটি – স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং ডিপ পার্পল এই চার কালার অপশনে উপলব্ধ।

আবারো বলে দিই, আইফোন ১৪ সিরিজের প্রি-অর্ডারের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এক্ষেত্রে আলোচ্য দুটি ‘প্রো’ মডেলকে আগামী ১৬ই সেপ্টেম্বর ওপেন সেলে পাওয়া যাবে।

Apple এর Trade-in অফার কীভাবে কাজে লাগাবেন?

আপনারা যারা অ্যাপলের ট্রেড-ইন অফারের লাভ উঠিয়ে একটি নতুন আইফোন ১৪ সিরিজের হ্যান্ডসেট কিনবেন, তারা ২,২০০ টাকা থেকে শুরু করে ৫৮,৭৩০ টাকা পর্যন্ত ক্রেডিট বা ছাড় পেয়ে যেতে পারেন তাদের পুরোনো মোবাইলের সাথে। উল্লেখ্য, আপনি যে স্মার্টফোনটি ট্রেড করতে যাচ্ছেন তার বাহ্যিক অবস্থা এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে ডিসকাউন্ট নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ট্রেড-ইন বিকল্প কীভাবে কাজ করে তার বিশদ নিম্নলিখিত :

১. পুরোনো স্মার্টফোনের মূল্য কত দেখুন: বিদ্যমান স্মার্টফোনের এক্সচেঞ্জ ভ্যালু সম্পর্কে জানতে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। উদাহরণস্বরূপ, মোবাইলের IMEI এবং সিরিয়াল নম্বর এন্টার করতে বলা হবে আপনাকে। এমনকি, আপনার দ্বারা ব্যবহার করা ফোনটির ডিসপ্লে বা বডি যথাযথ আছে নাকি ক্ষতিগ্রস্থ হয়েছে, এই সকল তথ্যও প্রদান করতে হবে। এই পুরো ট্রেড-ইন বিকল্পের ফর্মটি পূরণ করা হয়ে গেলে, পুরানো ফোনের আসল দাম বা এক্সচেঞ্জ ভ্যালু দেখানো হবে স্ক্রিনে। যারপর, নতুন আইফোনের দাম থেকে পুরানো ফোনের ‘এক্সচেঞ্জ ভ্যালু’ বাদ দিয়ে দেওয়া হবে।

২. এইভাবে ট্রেড-ইন করুন: নতুন আইফোন কেনার পর, কীভাবে আপনার পুরোনো স্মার্টফোনকে ট্রেড-ইন করার জন্য প্রস্তুত করতে হয় সেই পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে প্রদর্শন করবে অ্যাপল।

৩. নতুন আইফোন ডেলিভারির সময় আপনার স্মার্টফোন রিডিম করুন: নতুন আইফোন বুকিং করার পর, নির্দিষ্ট ‘ডেলিভারি ডেট’ -এ সংস্থার তরফ থেকে একজন এক্সিকিউটিভ আসবেন আপনার ঠিকানায়। সংস্থার এই কার্যনির্বাহী ব্যক্তিটি আপনার পুরনো ফোন সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করে নেবেন এবং একটি ডায়াগনস্টিক টেস্ট চালাবে। আর, নতুন আইফোন মডেলটি আপনার কাছে ডেলিভার করার দায়িত্বও এনারই থাকবে। যারপর ট্রেড-ইন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

এই ভাবে Apple iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max প্রি-অর্ডার করুন :

১. নবাগত অ্যাপল আইফোন ১৪ প্রো বা প্রো ম্যাক্স কিনতে প্রথমেই অ্যাপল স্টোরে চলে যান বা প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন – https://www.apple.com/in/shop/buy-iphone/iphone-14-pro

২. আইফোন ১৪ সিরিজের কোন মডেল, স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং কালার বিকল্পটি আপনি কিনতে চান তা নির্বাচন করুন।

৩. চেকআউটের সময় পুরানো ফোনে ট্রেড বা এক্সচেঞ্জ করতে, অ্যাপল ট্রেড-ইন বিকল্পে ক্লিক করুন।

৪. ট্রেড-ইন ফর্মে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দিন এবং নির্দেশাবলী অনুসরণ করে নির্বাচিত আইফোনটি অর্ডার দিন।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago