এবার পিঙ্ক কালারে পাওয়া যাবে iPhone 15, সিরিজের সবচেয়ে সস্তা মডেল নিয়ে বিশেষ ভাবনা Apple এর

Apple আগামী সেপ্টেম্বরে iPhone 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই আলোচ্য লাইনআপ সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে। এমনকি আপকামিং সিরিজের প্রো মডেলগুলির দামও ফাঁস হয়েছে।…

Apple আগামী সেপ্টেম্বরে iPhone 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই আলোচ্য লাইনআপ সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে। এমনকি আপকামিং সিরিজের প্রো মডেলগুলির দামও ফাঁস হয়েছে। আজ আবার এই সিরিজের একটি মডেলের কালার ভ্যারিয়েন্ট জানা গেলে। জনপ্রিয় এক টিপস্টারের সৌজন্যে আসন্ন সিরিজের রেগুলার মডেল অর্থাৎ iPhone 15 -এর কালার ভ্যারিয়েন্ট সামনে এসেছে। জানা গেছে এই মডেলকে তিনটি নতুন কালার অপশনের সাথে চালু করার পরিকল্পনা করছে Apple।

লঞ্চের আগে ফাঁস হল Apple iPhone 15 মডেলের কালার ভ্যারিয়েন্ট

অ্যাপল প্রোডাক্ট-বিশেষজ্ঞ তথা টিপস্টার শ্রিম্পঅ্যাপলপ্রো (ShrimpApplePro) -এর লেটেস্ট টুইট অনুসারে, আইফোন ১৫ মডেলকে তিনটি নতুন ও আকর্ষণীয় রঙের সাথে নিয়ে আসা হতে পারে। এই কালার ভ্যারিয়েন্টগুলিকে সম্ভবত – গ্রীন, পিঙ্ক এবং ইয়ালো (তুলনায় হালকা শেড) নাম দেওয়া হবে। উল্লেখিত ভ্যারিয়েন্টগুলি – মিডনাইট, স্টারলাইট এবং প্রোডাক্ট (রেড) নামক বিদ্যমান কালার বিকল্পের পাশাপাশি উপলব্ধ হবে বলে জানা গেছে৷ অতএব এই খবর যদি সত্যি হয় তবে, আইফোন ১৫ মডেলটি মোট ছয়টি কালার বিকল্পে পাওয়া যাবে।

প্রসঙ্গত অ্যাপল নতুন কালার বিকল্প উপলব্ধ করার পাশাপাশি, পুরোনো কয়েকটি কালার অপশনকে বাতিল করারও সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে সম্ভাবনা আছে – ব্লু, পার্পেল এবং ডার্কার ইয়ালো কালারকে বিদায় জানাতে পারে তারা। এছাড়া হালফিলে, আইফোন ১৫ -কে হালকা নীল বা লাইট ব্লুও রঙের সাথে লঞ্চ করার কথা কানে এসেছিল আমাদের। তবে টিপস্টার শ্রিম্পঅ্যাপলপ্রো -এর লেটেস্ট টুইট দেখে মনে হচ্ছে এই খবর সত্যি নাও হতে পারে।

যাইহোক, Apple iPhone 15 মডেলটিকে মোট ছয়টি কালের অপশনের সাথে নিয়ে আসা হবে – এই খবর সত্যি বলে ধরে নিলেও, নির্ধারিত লঞ্চের দিনেই যে প্রত্যেকটি কালার ভ্যারিয়েন্টকে উপলব্ধ করা হবে তার কিন্তু কোনও নিশ্চয়তা নেই। কেননা Apple তাদের ‘স্প্রিং রিফ্রেশ’ (Spring refresh) কার্যক্রম চলাকালীন লেটেস্ট আইফোন মডেলগুলিকে এক বা একাধিক নতুন কালার বিকল্পের সাথে ঘোষণা করে থাকে। যেমন, iPhone 11 এবং iPhone 13 মডেলকে লঞ্চের কয়েক মাস পর গ্রীন কালারের সাথে আনা হয়েছিল। আবার iPhone 12 -কে পার্পেল ও লাইট ইয়ালো কালারের সাথে লঞ্চ করা হয়েছিল এবং এই একই কালার অপশন iPhone 14 -এর জন্য উপলব্ধ করা হয় । ফলে আপকামিং ১৫তম প্রজন্মের আইফোন মডেলের ক্ষেত্রেও এমন কোনো সিদ্ধান্ত নিতেই পারে সংস্থা।

প্রসঙ্গত, উচ্চতর iPhone 15 Pro মডেলকে – গ্রে শেড যুক্ত নতুন ডার্ক ব্লু কালারের সাথে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। মূলত স্টেইনলেস স্টিলের পরিবর্তে আলোচ্য ফোনে – টাইটানিয়াম মেটেরিয়াল ব্যবহার করার কারণে ব্রাশ ফিনিশিং পাওয়া যেতে পারে। এক্ষেত্রে আলোচ্য কালার অপশনকে – স্পেস গ্রে / স্পেস ব্ল্যাক, সিলভার, এবং টাইটানিয়াম গ্রে শেডের সাথেই হয়তো লঞ্চ করবে অ্যাপল। উল্লেখিত চারটি রঙ ব্যতীত ডিভাইসটিকে ক্রিমসন রেড কালারেও উপলব্ধ করা হতে পারে বলে দাবি করা হয়েছে কিছু রিপোর্টে। যদিও এই খবর আদৌ সত্যি কিনে তা নিয়ে সন্দেহ আছে আমাদের।

আইফোন ১৫ সিরিজের কালার ভ্যারিয়েন্ট সংক্রান্ত খবরের পাশাপাশি দাম সংক্রান্ত তথ্যও ফাঁস হয়েছে। জানা যাচ্ছে, Apple iPhone 15 Pro Max সবচেয়ে ব্যয়বহুল আইফোন হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। দাবি করা হচ্ছে, টেক জায়ান্টটি তাদের এই টপ-এন্ড মডেলকে একাধিক ‘এক্সক্লুসিভ’ ফিচার এবং স্টেইনলেস স্টীল ফ্রেমের পরিবর্তে নতুন টাইটানিয়াম ফ্রেম ডিজাইনের সাথে নিয়ে আসতে পারে। যেকারণে দাম অধিক রাখা হতে পারে। এছাড়া ক্যামেরা, পোর্ট ও ব্যাটারি বিভাগেও উন্নতি দেখা যাবে, যা পূর্বসূরির থেকে উত্তরসূরির বিক্রয় মূল্য বাড়ার অন্যতম কারণ হতে পারে।